আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। এরপর কনস্যুলেটের আশেপাশে ঘিরে রাখে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি গ্রেনেড এবং বিস্ফোরক দ্রব্য নিয়ে ইরানের কনস্যুলেটে প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে তাকে আটক করে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক ব্যক্তিকে ইরানি কনস্যুলেটে গ্রেনেড বা বিস্ফোরকভর্তি বেল্ট নিয়ে ঢুকতে দেখেন। ইরানি এই দূতাবাসটি প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের কাছেই অবস্থিত। তাই এমন খবরে পেয়ে ফ্রান্সের বিআরআই ইন্টারভেনশন ব্রিগেডের এলিট ফোর্সের সদস্যরা দূতাবাস ভবনটি ঘেরাও করে ফেলে। তবে তার আগেই ওই ব্যক্তি দূতাবাস ভবন থেকে বের হয়ে যান। অবশ্য স্থানীয় সময় তিনটার দিকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবির বরাতে বিবিসি জানায়, পুলিশ ওই ব্যক্তিকে ইরানি কনস্যুলেটের কাছে থেকে আটক করেছে। এরপর বিআরআই কর্মকর্তারা তাকে তল্লাশি করে। তবে তার কাছে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
লে প্যারিসিয়েন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, লোকটি কনস্যুলেটের মেঝেতে পতাকা টেনে নিয়েছিল এবং বলছিল যে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি—না তা স্পষ্ট নয়।
তার আগে ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার বেলা ১১টার দিকে এক ব্যক্তি কনস্যুলেটে প্রবেশ করেন। এ সময় তিনি ঘোষণা দেন যে তিনি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চান। এই ঘটনার পর দূতাবাসমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়।
পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্য বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের উত্তেজনার উত্তাপ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তাই ইউরোপ-আমেরেকার বিভিন্ন দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।