Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগে আগুন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগলে পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, সিদ্দিক বাজার ও তেজগাঁওয়ের আরও দুটি ইউনিট কাজ করেছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে প্রচণ্ড গরমের কারণে নিউমনিয়া রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল।

আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান। রোগীদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগে আগুন

প্রকাশের সময় : ০৩:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগলে পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, সিদ্দিক বাজার ও তেজগাঁওয়ের আরও দুটি ইউনিট কাজ করেছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে প্রচণ্ড গরমের কারণে নিউমনিয়া রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল।

আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান। রোগীদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।