স্পোর্টস ডেস্ক :
ম্যাচটি নিয়ে উত্তেজনা ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ যেকোনো উপায়ে জিততে চেয়েছিলেন। প্রতিপক্ষ লিভারপুলকে শিরোপার দৌড়ে পেছনে ফেলতে চেয়েছিলেন। ওল্ড ট্র্যাফোর্ডে সেটি পুরোপুরি না পারলেও আংশিক করে দেখিয়েছেন। রোববার (৭ এপ্রিল) রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল।
রেড ডেভিলদের ডেরায় প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর ছড়ি ঘোরায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। ১ গোল হজমের জবাবে ২ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও শেষ দিকে আর পারেনি তা ধরে রাখতে।
মোহামেদ সালাহর গোলে ড্র নিয়ে ১ পয়েন্ট আদায় করে নেয় লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র করেন জুর্গেন ক্লপের শিষ্যরা। তাতেই আর্সেনালের কাছে শীর্ষ খোয়ায় অলরেডরা।
এ ড্রয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৭০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ম্যানচেস্টার সিটি।
ম্যানইউয়ের মাঠে খেলতে গিয়ে কাল ম্যাচের প্রথমার্ধে অবিশ্বাস্য দাপট দেখিয়েছে লিভারপুল। সালাহদের একের পর এক আক্রমণ ঠেকাতে গিয়ে রীতিমত নাভিশ্বাস ওঠে গিয়েছিল রেড ডেভিলদের রক্ষণে। উল্টো চিত্র ছিল এরিক টেন হাগের শিষ্যদের।
লিভারপুল কাল ম্যাচের প্রথমার্ধেই গোলের উদ্দেশ্যে শট নিয়েছিল ১৫টি যেখানেই ম্যানইউয়ের শট ছিল শূণ্য। তবে একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ক্লপের শিষ্যরা গোল পেয়েছে কেবল একটিই। ২৩ মিনিটে লুইস দিয়াজের করা গোলে লিড পায় অল রেডরা। তবে নুনিয়েজ, সবোসলাই-সালাহরা সুযোগ নষ্ট না করলে আরও বেশ কয়েকটি গোল পেতে পারতো ক্লপের শিষ্যরা।
প্রথমার্ধে লিভারপুলের আক্রমণের তোড়ে দিশেহারা হয়ে ওঠা ম্যানইউ অবশ্য দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা ফিরে পেয়েছিল। আর লিভারপুলও ছন্দ হারিয়েছিল কিছুটা। এমন অবস্থায় ভুল করে বসেন লিভারপুলের জেরেল কোয়ানসা, ব্যাক পাস দিতে গিয়ে তিনি বল তুলে দেন ব্রুনো ফার্নান্দেসের পায়ে, আর সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি পর্তুগীজ তারকা।
সমতায় ফেরার পর ৬৭ মিনিটে কোবি মাইনোর গোলে লিডের দেখা পায় ম্যানইউ। এদিকে পিছিয়ে পড়ার পরও বেশ কয়েকবার গোলের সুযোগ নষ্ট করে লিভারপুল। তবে নিজেদের বক্সে অলরেডদের হার্ভি এলিয়টকে ফাউল করে বসেন উয়ান বিশাকা। এই সুযোগে পেনাল্টি পায় লিভারপুল। আর স্পটকিকে গোল করে দলকে সমতায় ফেরান সালাহ। এরপর আর কোনো দলই গোল করতে না প্রায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে আর্সেনালকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে লিভারপুল।