স্পোর্টস ডেস্ক :
দাদি মারা যাওয়ার কারণে আইপিএলের চলতি আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামসকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এবারই প্রথম আইপিএলে আসছেন উইলিয়ামস। তাকে ৫০ লাখ রুপিতে কিনেছে দিল্লি। পেস আক্রমণকে আরও বেশি ধারালো করতেই একজন ব্যাটারের বদলে বোলারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
উইলিয়ামসের আসায় দিল্লির পেস বিভাগ আরও শক্তিশালী হবে। দলটিতে আগে থেকেই আছেন আরেক প্রোটিয়া তারকা আইনরিখ নর্কিয়া। তাছাড়া রয়েছেন ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন ও মুকেশ কুমার। পাশাপাশি দুজন পেস বোলিং অলরাউন্ডারও রয়েছেন- মিচেল মার্শ ও সুমিত কুমার। ক্যাপিটালসে লুঙ্গি এনগিদি থাকলেও পিঠের ইনজুরিতে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন।
উইলিয়ামসের দলভুক্তি দিল্লির পেস বিভাগকে শক্তিশালী করবে, যেখানে আগে থেকেই আছেন তার স্বদেশী আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝিয়ে রিচার্ডসন ও মুকেশ কুমাররা। ৮৩টি স্বীকৃত টি-টোয়েন্টিতে উইলিয়ামসের নামের পাশে ১৯.৭৬ গড়ে ১০৬টি উইকেট রয়েছে, ইকোনমি রেট ৭.৭৯।
২০২২ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকায জাতীয় দলে অভিষেক হয় উইলিয়ামসের। এখন পর্যন্ত খেলেছেন ২টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ। গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের অংশ ছিলেন উইলিয়ামস এবং খেলেন একটি ম্যাচ, বাংলাদেশের বিপক্ষে। পাঁচ ম্যাচের চারটিতেই নিয়ে হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দিল্লি।