Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে বাড়িতে ফেরা হলো না জিয়াউরের

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ২৪২ জন দেখেছেন

নাটোর জেলা প্রতিনিধি : 

ঈদের ছুটিতে বাড়িতে ফেরার জন্য ট্রেন থেকে নেমে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন জিয়াউর রহমান। পথে একটি মাইক্রোবাস ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান জিয়াউর। এতে গুরুতর আহত হন ভ্যানচালক জামিল (৩০)।

শনিবার (৬ এপ্রিল) সকালে নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউর রহমান উপজেলার হলুদঘর পশ্চিম পাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে। তিনি গার্মেন্টস কর্মী বলে জানিয়েছে পুলিশ। আহত ভ্যানচালক জামিল পাশের নওগাঁর আত্রাই থানার ডাকা গ্রামের মৃত হারুনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য রাতে ট্রেন যোগে এসে সকালে মাধনগর রেলওয়ে স্টেশনে নামেন জিয়াউর। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফেরার পথে পৌর শহরের সোনাপাতিল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী জিয়াউর রহমান মারা যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং মাইক্রোবাসটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে বাড়িতে ফেরা হলো না জিয়াউরের

প্রকাশের সময় : ০২:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

নাটোর জেলা প্রতিনিধি : 

ঈদের ছুটিতে বাড়িতে ফেরার জন্য ট্রেন থেকে নেমে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন জিয়াউর রহমান। পথে একটি মাইক্রোবাস ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান জিয়াউর। এতে গুরুতর আহত হন ভ্যানচালক জামিল (৩০)।

শনিবার (৬ এপ্রিল) সকালে নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউর রহমান উপজেলার হলুদঘর পশ্চিম পাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে। তিনি গার্মেন্টস কর্মী বলে জানিয়েছে পুলিশ। আহত ভ্যানচালক জামিল পাশের নওগাঁর আত্রাই থানার ডাকা গ্রামের মৃত হারুনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য রাতে ট্রেন যোগে এসে সকালে মাধনগর রেলওয়ে স্টেশনে নামেন জিয়াউর। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফেরার পথে পৌর শহরের সোনাপাতিল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী জিয়াউর রহমান মারা যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং মাইক্রোবাসটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।