Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্ট্রোক করে হাসপাতালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি পোলক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ২১১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। টেস্ট ক্যারিয়ারে রানের গড় হিসাব করলে ২০১৬ সালের আগ পর্যন্ত ডন ব্র্যাডম্যানের পরই ছিল তাঁর নাম। এরপর অবশ্য অ্যাডাম ভোজেস আর হ্যারি ব্রুক ঢুকে পড়ায় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ গড়ের সেই তালিকায় এখন চার নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি গ্রাহাম পোলক। সে যা-ই হোক, ব্র্যাডম্যানের কাছ থেকে ‘টেস্ট ক্রিকেটের সেরা বাঁহাতি ব্যাটসম্যান’-এর স্বীকৃতি গ্রাহাম পোলকই পেয়েছিলেন। সেই পোলক এখন স্ট্রোক করে হাসপাতালে আছেন।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নেটওয়ার্ক২৪ তাদের এক প্রতিবেদনে পোলকের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুসারে ১০ দিন আগে স্ট্রোক করায় পোলককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সাবেক সতীর্থ স্পোক হেনলি নেটওয়ার্ক২৪-কে জানিয়েছেন, পোলকের খুব শিগগিরই হাসপাতাল ছাড়ার সম্ভাবনা কম। ‘ও বর্তমানে হাত-পা নাড়াতে পারছে, ওকে যা বলা হয় তা সবকিছুই বুঝতে পারে। তবে হাসপাতাল শিগগিরই ছাড়া সম্ভবত হবে না’ –বলেছেন হেনলি।

স্পোক হেনলি আরো জানান, এর আগেও পোলক স্ট্রোক করেছিলেন। শুধু স্ট্রোকই একমাত্র সমস্যা নয়, কোলন ক্যানসার আর পার্কিনসন রোগেও ভুগছেন গ্রায়েম পোলক।

গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সে পা রাখেন গ্রায়েম পোলক। ১১ দিন আগে স্ট্রোক করেন তিনি। সেই থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। গত কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসাও চলছিল গ্রায়েম পোলকের। পারকিনসন রোগেও আক্রান্ত ছিলেন তিনি। তবে আপাতত গ্রায়েম পোলকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

১৯৬৩ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন পোলক। ১৯৭০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬০.৯৭ গড়ে ৭ ছয়ে ২২৫৬ রান করেছেন তিনি। আর লেগ ব্রেকে নিয়েছেন ৪ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করা হয় গ্রায়েম পোলককে। গ্রায়েম পোলকের সম্পর্কে ক্রিকেট কিংবদন্তি ডন ব্রাডম্যান বলেছিলেন, ‘ক্রিকেট ইতিহাসের সেরা বামহাতি ব্যাটার।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি নির্বাচিত হলে শেখ হাসিনার বিচার আরো ত্বরান্বিত হবে : শামসুজ্জামান দুদু

স্ট্রোক করে হাসপাতালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি পোলক

প্রকাশের সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। টেস্ট ক্যারিয়ারে রানের গড় হিসাব করলে ২০১৬ সালের আগ পর্যন্ত ডন ব্র্যাডম্যানের পরই ছিল তাঁর নাম। এরপর অবশ্য অ্যাডাম ভোজেস আর হ্যারি ব্রুক ঢুকে পড়ায় টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ গড়ের সেই তালিকায় এখন চার নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি গ্রাহাম পোলক। সে যা-ই হোক, ব্র্যাডম্যানের কাছ থেকে ‘টেস্ট ক্রিকেটের সেরা বাঁহাতি ব্যাটসম্যান’-এর স্বীকৃতি গ্রাহাম পোলকই পেয়েছিলেন। সেই পোলক এখন স্ট্রোক করে হাসপাতালে আছেন।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নেটওয়ার্ক২৪ তাদের এক প্রতিবেদনে পোলকের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুসারে ১০ দিন আগে স্ট্রোক করায় পোলককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সাবেক সতীর্থ স্পোক হেনলি নেটওয়ার্ক২৪-কে জানিয়েছেন, পোলকের খুব শিগগিরই হাসপাতাল ছাড়ার সম্ভাবনা কম। ‘ও বর্তমানে হাত-পা নাড়াতে পারছে, ওকে যা বলা হয় তা সবকিছুই বুঝতে পারে। তবে হাসপাতাল শিগগিরই ছাড়া সম্ভবত হবে না’ –বলেছেন হেনলি।

স্পোক হেনলি আরো জানান, এর আগেও পোলক স্ট্রোক করেছিলেন। শুধু স্ট্রোকই একমাত্র সমস্যা নয়, কোলন ক্যানসার আর পার্কিনসন রোগেও ভুগছেন গ্রায়েম পোলক।

গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সে পা রাখেন গ্রায়েম পোলক। ১১ দিন আগে স্ট্রোক করেন তিনি। সেই থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। গত কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসাও চলছিল গ্রায়েম পোলকের। পারকিনসন রোগেও আক্রান্ত ছিলেন তিনি। তবে আপাতত গ্রায়েম পোলকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

১৯৬৩ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন পোলক। ১৯৭০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬০.৯৭ গড়ে ৭ ছয়ে ২২৫৬ রান করেছেন তিনি। আর লেগ ব্রেকে নিয়েছেন ৪ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করা হয় গ্রায়েম পোলককে। গ্রায়েম পোলকের সম্পর্কে ক্রিকেট কিংবদন্তি ডন ব্রাডম্যান বলেছিলেন, ‘ক্রিকেট ইতিহাসের সেরা বামহাতি ব্যাটার।’