Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেড় বছর বয়সে ২৫০ কোটি রুপির বাড়ির মালিক রাহা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা রাহার বয়স মাত্র ১ বছর ৪ মাস। তবে এর মধ্যেই সে বলিউডের সবচেয়ে ধনী তারকা-কন্যার তকমা পেয়েছে। কারণ, ২৫০ কোটি রুপি মূল্যের নতুন বাংলো কন্যা রাহার নামে উপহার দিতে চলেছেন আলিয়া-রণবীর।

২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউড স্টার আলিয়া ভট্ট ও রণবীর কপূর। মেয়ে রাহাকে চোখে হারান রণবীর-আলিয়া। সারাক্ষণ বাবার কোলে দেখা যায় একরত্তি রাহাকে।

এ মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস এলাকায় বাস্তু অ্যাপার্টমেন্টের নয় তলায় থাকেন রণবীর-আলিয়া। এ আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকারও বেশি।

অন্য দিকে, গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা দম্পতি। দাদু রাজ কপূরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুন ভাবে তৈরি করছেন তাঁরা। কাজ প্রায় শেষ, খুব শীঘ্রই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩২৯ কোটি টাকারও বেশি।

একসূত্রে জানা যায়, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই এই বাড়িতে বিনিয়োগ করছেন তারকা দম্পতি। ২৫০ কোটি টাকার বাড়িটি নাকি ইতিমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন অভিনেতা। শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’-র সমপরিমাণ বাজারমূল্য এই বাংলোর। সে দিক থেকে দেখলে, রাহা কপূরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। জন্মের পরই এত কোটি টাকার সম্পত্তির অধিকারিণী সে। তবে এই বাংলোটি ছাড়াও আলিয়ার মুম্বই শহরে চারটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও লন্ডনে একটি বাড়ি রয়েছে এই অভিনেত্রীর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

দেড় বছর বয়সে ২৫০ কোটি রুপির বাড়ির মালিক রাহা

প্রকাশের সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা রাহার বয়স মাত্র ১ বছর ৪ মাস। তবে এর মধ্যেই সে বলিউডের সবচেয়ে ধনী তারকা-কন্যার তকমা পেয়েছে। কারণ, ২৫০ কোটি রুপি মূল্যের নতুন বাংলো কন্যা রাহার নামে উপহার দিতে চলেছেন আলিয়া-রণবীর।

২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউড স্টার আলিয়া ভট্ট ও রণবীর কপূর। মেয়ে রাহাকে চোখে হারান রণবীর-আলিয়া। সারাক্ষণ বাবার কোলে দেখা যায় একরত্তি রাহাকে।

এ মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস এলাকায় বাস্তু অ্যাপার্টমেন্টের নয় তলায় থাকেন রণবীর-আলিয়া। এ আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকারও বেশি।

অন্য দিকে, গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা দম্পতি। দাদু রাজ কপূরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুন ভাবে তৈরি করছেন তাঁরা। কাজ প্রায় শেষ, খুব শীঘ্রই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩২৯ কোটি টাকারও বেশি।

একসূত্রে জানা যায়, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই এই বাড়িতে বিনিয়োগ করছেন তারকা দম্পতি। ২৫০ কোটি টাকার বাড়িটি নাকি ইতিমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন অভিনেতা। শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’-র সমপরিমাণ বাজারমূল্য এই বাংলোর। সে দিক থেকে দেখলে, রাহা কপূরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। জন্মের পরই এত কোটি টাকার সম্পত্তির অধিকারিণী সে। তবে এই বাংলোটি ছাড়াও আলিয়ার মুম্বই শহরে চারটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও লন্ডনে একটি বাড়ি রয়েছে এই অভিনেত্রীর।