প্রকৌশল জগতে অভূতপূর্ব উন্নতি করেছে চীন। যান্ত্রিক প্রকৌশলের পাশাপাশি পূর কৌশলে এখন এই দেশ অনেক এগিয়ে। ভাবা যায়, একটি ভবন হেঁটে গেলো নতুন স্থানে। ৮৫ বছরের পুরনো ৫ তলা স্কুল ভবনকে হাঁটিয়ে নতুন স্থানে প্রতিস্থাপন করেছেন চীনা প্রকৌশলীরা।
চীনের সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় হুয়াংপু জেলার বাসিন্দারা চলতি মাসের শুরুতে এই অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করেছেন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। এতে দেখা যায়, একটি ভবন হেঁটে হেঁটে সরে যাচ্ছে।
প্রকৌশলীরা জানিয়েছেন, ভবনের নিচে অসংখ্য রোবটিং চাকা বসিয়ে এমনটা করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন : হেমন্তের শুরুতে দৃশ্যমান হচ্ছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা
সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৩৫ সালে নির্মিত এ ভবনটি শহরের নতুন নকশা অনুযায়ী সেখানে আর রাখা যাচ্ছিল না। তবে পুরনো ভবনটির ঐতিহাসিক মূল্য বিবেচনায় ধ্বংসও করতে চায়নি কর্তৃপক্ষ।
এমন সংকটেরই সমাধান দিয়েছেন প্রকৌশলীরা। তারা পুরো ভবনের নিচের মাঠি সরিয়ে সেখানে স্থাপন করেন দুইশোরও বেশি ভারবাহী ভারী যন্ত্র। ৫ তলা ভবনটি সেগুলোর সাহায্যেই আস্তে আস্তে উঠে দাঁড়ায় ও রোবটিং চাকার মাধ্যমে হাঁটতে শুরু করে। প্রযুক্তির সাহায্যেই ভবনটি হেঁটে চলে যায় নিজের নতুন ঠিকানায়।
যোগাযোগ ডেস্ক 

























