রাজধানীর বাজারে উঠেছে নতুন আলু। শুক্রবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার, শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার, রামপুরা কাঁচাবাচারসহ অধিকাংশ বাজারে পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু উঠেছে। তবে নতুন আলুর দাম আকাশচুম্বি। কেজি দেড়শ’ টাকা।
আলুর বাজার চলতি মাস ধরেই বেশ ঝাঁঝালো। দাম বৃদ্ধির পর লাগাম টেনে ধরা গেলেও ফেরানো সম্ভব হয়নি পূর্বের দামে। তবে ক্রেতা-বিক্রেতারা আশায় বুক বেঁধেছিল নতুন আলু বাজারে আসলে হয়তো দাম কমবে। তাদের সে আশায়ও গুড়ে বালি।
বাজারে নতুন আলু এসেছে। তবে, দাম কমেনি। বরং চলমান বাজারদরে নতুন আলুর দাম তিনগুন বেশি। ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন আলু।
আরও পড়ুন : টিসিবি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে
দাম বেশি হওয়ায় কম করে দোকানে তুলেছেন বিক্রেতারা। দাম বেশির কারণে বিক্রিও কম। এক বা আধা কেজির বেশি কেই কিনছেন না।
শাহজাহানপুর বাজারের সবজি বিক্রেতা মো. সানোয়ার জানান, পুরাতন আলু ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতাদের আগ্রহ পুরাতন আলুতে বেশি। একদিন আগে তিনি ১০ কেজি নতুন আলু তুলেছেন। দুইদিনে বিক্রি হয়েছে অর্ধেক।
ক্রেতারা জানান, বাজারে নতুন আলু উঠেছে, কিন্তু দাম কমার লক্ষণ নেই। আগের সেই আলু ৪৫ টাকার কমে কোথাও বিক্রি হচ্ছে না। বাধ্য হয়ে এই দামে কিনছেন সবাই।