নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্তের হাপানিয়া বিওপি এলাকার ২৩২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিজিবি-১৬ ( ব্যাটালিয়ন) এর পক্ষ থেকে বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নে এরই মধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।
নিহত যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়া গ্রামের সিদ্দিক দালালের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে আল আমিন সঙ্গীদের নিয়ে উপজেলার হাপানিয়া বিওপি এলাকার ২৩২ নম্বর পিলারের নীলমারী এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় তাদের দলটি ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া টহলরত বিএসএফ সদস্যদের নজড়ে পড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের ছোড়া গুলিতে ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।
এ বিষয়ে দায়িত্বপূর্ণ এলাকার সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যাম্পে দায়িত্বরত হাবিলদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পতাকা বৈঠকের জন্য আমরা এ ব্যাপারে বিএসএফ সদস্যদের চিঠি পাঠিয়েছি। পতাকা বৈঠক বসলে প্রকৃত ঘটনা জানা যাবে।