মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হোসেন্দী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ১টা ২২ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রথমে ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড-জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা বেশ। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
আগুন লাগা কারখানাটি সিটি গ্রুপের সুপার বোর্ড কারখানা বলে জানা গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো কিছু জানাতে পারেনি।