Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন ইমাদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম এখন ইমাদ ওয়াসিম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে অসাধারণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি। এতে করে ইমাদকে আবারও পাকিস্তান দলে চাইছেন অনেকে। যার জন্য ইমাদের শরণাপন্ন হয় পিসিবি। তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চান পিসিবির বড় কমকর্তারা। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে বৈঠকের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ইমাদ।

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে তাকে দলে ফেরানোর মিশনে নামে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে পিএসএলের মাঝপথেও এই তারকা অলরাউন্ডার ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনালসহ শেষ তিন ম্যাচে ম্যাচসেরা হয়ে যেন সেই আবেদন আরও জোরালো করেন ইমাদ। তারপরই শনিবার (২৩ মার্চ) পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার ঘোষণা দিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপ সামনে রেখে আমি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমি প্রস্তুত। আমার ওপর আস্থা রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ। দেশের জন্য সাফল্য আনতে নিজের সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব। সবকিছুর ঊর্ধ্বে পাকিস্তান।’

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের গুরত্বপূর্ন ক্রিকেটার ইমাদ। এ জন্য তাকে দলে ভেড়াতে বলে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফও। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমিও ক্ষোভ নিয়ে অবসরে গিয়েছিলাম। এজন্য আমি জানি ইমাদ কি অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন তার অনুপস্থিতিতে পাকিস্তান মোহাম্মদ নওয়াজসহ বেশ কয়েকজন অলরাউন্ডারকে চেষ্টা করেছে, কিন্তু তাদের কেউই পারফর্ম করতে পারেনি।’

‘সামনে বিশ্বকাপ আছে, এসব পিচে (ওয়েস্ট ইন্ডিজ) ইমাদ সবসময়ই ভালো পারফর্ম করেছে। এবারও সে নিজেকে সফল প্রমাণ করতে পারে। সে একজন ইউটিলিটি প্লেয়ার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

তবে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, ইমাদ ওয়াসিম জানিয়েছেন তিনি কেবল বিশ্বকাপ খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরুর কথা রয়েছে। তার মানে টুর্নামেন্টটি খেলে পুরোপুরি অবসরে যেতে চান ইমাদ। সে কারণে এই পাকিস্তানি তারকা পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে চান না।

পাকিস্তানের জার্সিতে সবমিলিয়ে ১২১টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন ইমাদ ওয়াসিম। বয়সভিত্তিক দলে ছিলেন অধিনায়কও। সবশেষ ম্যান ইন গ্রিনদের হয়ে তাকে দেখা গিয়েছে এপ্রিলে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। তবে শেষ ওয়ানডে খেলেছেন আরও বেশ কয়েক বছর আগে।

৬৬টি টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান। ছিলেন শর্টার ফরম্যাটের নাম্বার ওয়ান বোলার। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরিবেশের টেকসই উন্নয়নে অভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন ইমাদ

প্রকাশের সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম এখন ইমাদ ওয়াসিম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে অসাধারণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি। এতে করে ইমাদকে আবারও পাকিস্তান দলে চাইছেন অনেকে। যার জন্য ইমাদের শরণাপন্ন হয় পিসিবি। তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চান পিসিবির বড় কমকর্তারা। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে বৈঠকের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ইমাদ।

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে তাকে দলে ফেরানোর মিশনে নামে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে পিএসএলের মাঝপথেও এই তারকা অলরাউন্ডার ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনালসহ শেষ তিন ম্যাচে ম্যাচসেরা হয়ে যেন সেই আবেদন আরও জোরালো করেন ইমাদ। তারপরই শনিবার (২৩ মার্চ) পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার ঘোষণা দিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপ সামনে রেখে আমি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমি প্রস্তুত। আমার ওপর আস্থা রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ। দেশের জন্য সাফল্য আনতে নিজের সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব। সবকিছুর ঊর্ধ্বে পাকিস্তান।’

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের গুরত্বপূর্ন ক্রিকেটার ইমাদ। এ জন্য তাকে দলে ভেড়াতে বলে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফও। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমিও ক্ষোভ নিয়ে অবসরে গিয়েছিলাম। এজন্য আমি জানি ইমাদ কি অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন তার অনুপস্থিতিতে পাকিস্তান মোহাম্মদ নওয়াজসহ বেশ কয়েকজন অলরাউন্ডারকে চেষ্টা করেছে, কিন্তু তাদের কেউই পারফর্ম করতে পারেনি।’

‘সামনে বিশ্বকাপ আছে, এসব পিচে (ওয়েস্ট ইন্ডিজ) ইমাদ সবসময়ই ভালো পারফর্ম করেছে। এবারও সে নিজেকে সফল প্রমাণ করতে পারে। সে একজন ইউটিলিটি প্লেয়ার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

তবে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, ইমাদ ওয়াসিম জানিয়েছেন তিনি কেবল বিশ্বকাপ খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরুর কথা রয়েছে। তার মানে টুর্নামেন্টটি খেলে পুরোপুরি অবসরে যেতে চান ইমাদ। সে কারণে এই পাকিস্তানি তারকা পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে চান না।

পাকিস্তানের জার্সিতে সবমিলিয়ে ১২১টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন ইমাদ ওয়াসিম। বয়সভিত্তিক দলে ছিলেন অধিনায়কও। সবশেষ ম্যান ইন গ্রিনদের হয়ে তাকে দেখা গিয়েছে এপ্রিলে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। তবে শেষ ওয়ানডে খেলেছেন আরও বেশ কয়েক বছর আগে।

৬৬টি টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান। ছিলেন শর্টার ফরম্যাটের নাম্বার ওয়ান বোলার। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।