টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম আরো গতিশীল করার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, মসজিদের ইমামদেরকেও পর্যায়ক্রমে টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে।
শনিবার (২৩ মার্চ) তার পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল মসজিদের ইমামদের সঙ্গে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, এক কোটি পরিবারের টিসিবির তালিকা সংশোধন করা হবে এবং স্থায়ী টিসিবির দোকান করে দেয়া হবে। যাতে কার্ডধারীরা যেকোনো সময় গিয়ে পণ্য কিনতে পারেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকলের সহযোগিতা নিয়ে এক কোটি পরিবারের তালিকা সংশোধন করা হবে। বাজার মূল্যে পণ্য কেনা যাদের জন্য কষ্টদায়ক, তারা যেন এই কর্মসূচির আওতায় আসতে পারে।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশেনের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলীসহ অনেকে।