Dhaka মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত নারী ক্রিকেট দল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ২২৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে দশ দলের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে দশ দিনের সফরে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। সফরের সূচি কিংবা কয় ম্যাচ খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে টাইগ্রেসদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে হারমানপ্রীত কৌররা।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।

ভারতের মেয়েরা এর আগে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। আর ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও বিশ্বকাপের প্রস্তুতি নিতে ম্যান ইন ব্লূজরা আসবেন বাংলাদেশে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত নারী ক্রিকেট দল

প্রকাশের সময় : ০৯:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে দশ দলের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে দশ দিনের সফরে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। সফরের সূচি কিংবা কয় ম্যাচ খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে টাইগ্রেসদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে হারমানপ্রীত কৌররা।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।

ভারতের মেয়েরা এর আগে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। আর ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও বিশ্বকাপের প্রস্তুতি নিতে ম্যান ইন ব্লূজরা আসবেন বাংলাদেশে।