Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েেছন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় দুঘর্টনাটি ঘটে।

নিহত রিপন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।

পুলিশ জানায়, কর্মস্থল গাজীপুর থেকে সকালে মোমেন ও মোজাম্মেলকে সঙ্গে নিয়ে রিপন মিয়া মোটরসাইকেলযোগে তাঁর দাদির জানাজায় অংশ নিতে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পাকুন্দিয়া পৌরসভার মরুরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পেছনে থাকা মোমেন ও মোজম্মেল। এ সময় দুমড়েমুচড়ে যায় রিপনের মোটরসাইকেলটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যান ও চালকের অনুসন্ধান চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েেছন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় দুঘর্টনাটি ঘটে।

নিহত রিপন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।

পুলিশ জানায়, কর্মস্থল গাজীপুর থেকে সকালে মোমেন ও মোজাম্মেলকে সঙ্গে নিয়ে রিপন মিয়া মোটরসাইকেলযোগে তাঁর দাদির জানাজায় অংশ নিতে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পাকুন্দিয়া পৌরসভার মরুরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পেছনে থাকা মোমেন ও মোজম্মেল। এ সময় দুমড়েমুচড়ে যায় রিপনের মোটরসাইকেলটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যান ও চালকের অনুসন্ধান চলছে।