Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবসান ঘটবে। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্রজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।

স্থানীয় সময় শনিবার (১৬ মার্চ) ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন।

ওহায়ো অঙ্গরাজ্যের ওই জনসভায় তিনি বলেন, আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হতে যাচ্ছে ৫ নভেম্বর।

ওই দিনই প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। জনসভায় প্রতিপক্ষ জো বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলেও আখ্যা দেন ট্রাম্প।

এ মাসের শুরুর দিকেই নিজ নিজ দল থেকে প্রার্থী হিসেবে জায়গা করে নেন বাইডেন এবং ট্রাম্প। জনসভাগুলোতে ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে বাইডেনের ইমিগ্রেশন পলিসি আটকে দেবেন। শনিবারেও ওহায়োতে এই প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, অভিবাসীদের হাতে ওয়ার্ক পারমিট তুলে দিয়ে আমেরিকান ভোটারদের পিঠে ছুরি বসিয়েছেন বাইডেন।

সাধারণত যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওহায়ো অঙ্গরাজ্যটি। এখানে যে দলের সমর্থন বেশি থাকে, সে দলের প্রার্থীরই নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি হয়।

জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনী ফলাফল পালটে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তারপরও রিপাবলিকান মনোনয়ন দৌড়ে যথেষ্ট প্রতিনিধি জিতেছেন ট্রাম্প।

আমদানি করা গাড়ির উপর শুল্ক বসানো এবং মার্কিন অটো শিল্পের জন্য বিদেশি প্রতিযোগিতার বিষয়ে বক্তৃতার একটি অংশে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে দেশে রক্তগঙ্গা বইবে। তবে তিনি তার বক্তব্য দিয়ে কি বুঝাতে চাইছেন তা পরিষ্কার নয়।

ডেটনে তার সমর্থকদের উদ্দেশে দেওয়া খোলা বক্তব্যে ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য যারা বর্তমানে কারাগারে রয়েছেন, তাদেরকে দেশপ্রেমিক ও জিম্মি বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

গত সপ্তাহে রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, দুই প্রার্থীই সমান অবস্থানে রয়েছেন।

ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারশিবিরের মুখপাত্র জেমস সিঙ্গার এক বিবৃতি দেন। সেখানে রিপাবলিকান এ নেতাকে ২০২০ সালের নির্বাচনে পরাজিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্পের চরমপন্থা, প্রতিশোধের তৃষ্ণা ও রাজনৈতিক সহিংসতার হুমকির নিন্দা করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে: ট্রাম্প

প্রকাশের সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবসান ঘটবে। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্রজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।

স্থানীয় সময় শনিবার (১৬ মার্চ) ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন।

ওহায়ো অঙ্গরাজ্যের ওই জনসভায় তিনি বলেন, আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হতে যাচ্ছে ৫ নভেম্বর।

ওই দিনই প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। জনসভায় প্রতিপক্ষ জো বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলেও আখ্যা দেন ট্রাম্প।

এ মাসের শুরুর দিকেই নিজ নিজ দল থেকে প্রার্থী হিসেবে জায়গা করে নেন বাইডেন এবং ট্রাম্প। জনসভাগুলোতে ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে বাইডেনের ইমিগ্রেশন পলিসি আটকে দেবেন। শনিবারেও ওহায়োতে এই প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, অভিবাসীদের হাতে ওয়ার্ক পারমিট তুলে দিয়ে আমেরিকান ভোটারদের পিঠে ছুরি বসিয়েছেন বাইডেন।

সাধারণত যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওহায়ো অঙ্গরাজ্যটি। এখানে যে দলের সমর্থন বেশি থাকে, সে দলের প্রার্থীরই নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি হয়।

জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনী ফলাফল পালটে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তারপরও রিপাবলিকান মনোনয়ন দৌড়ে যথেষ্ট প্রতিনিধি জিতেছেন ট্রাম্প।

আমদানি করা গাড়ির উপর শুল্ক বসানো এবং মার্কিন অটো শিল্পের জন্য বিদেশি প্রতিযোগিতার বিষয়ে বক্তৃতার একটি অংশে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে দেশে রক্তগঙ্গা বইবে। তবে তিনি তার বক্তব্য দিয়ে কি বুঝাতে চাইছেন তা পরিষ্কার নয়।

ডেটনে তার সমর্থকদের উদ্দেশে দেওয়া খোলা বক্তব্যে ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য যারা বর্তমানে কারাগারে রয়েছেন, তাদেরকে দেশপ্রেমিক ও জিম্মি বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

গত সপ্তাহে রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, দুই প্রার্থীই সমান অবস্থানে রয়েছেন।

ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারশিবিরের মুখপাত্র জেমস সিঙ্গার এক বিবৃতি দেন। সেখানে রিপাবলিকান এ নেতাকে ২০২০ সালের নির্বাচনে পরাজিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্পের চরমপন্থা, প্রতিশোধের তৃষ্ণা ও রাজনৈতিক সহিংসতার হুমকির নিন্দা করা হয়।