Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ৫

মিরসরাই উপজেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টায় উপজেলার বড়দারোগাহাট এলাকার কমরআলী রাস্তার মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), একই এলাকার জামাল মিয়ার ছেলে মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সুমন মিয়া (৩৩), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আলতাফ আলীর ছেলে মো. রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মো. মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)।

ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল।

গ্রেফতারের ঘটনায় থানায় মামলা দায়ের করে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

মিরসরাইয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ৫

প্রকাশের সময় : ০৩:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

মিরসরাই উপজেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টায় উপজেলার বড়দারোগাহাট এলাকার কমরআলী রাস্তার মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), একই এলাকার জামাল মিয়ার ছেলে মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সুমন মিয়া (৩৩), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আলতাফ আলীর ছেলে মো. রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মো. মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)।

ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল।

গ্রেফতারের ঘটনায় থানায় মামলা দায়ের করে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।