আন্তর্জাতিক ডেস্ক :
চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের রাস্তার পাশের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার দিকে সানহে শহরের ইয়ানজিয়াও শহরে বিস্ফোরণটি ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ২জন নিহত, আর ২৬ জন আহত হয়েছেন।
শহরটির ফায়ার ডিপার্টমেন্টের ৩৬টি ট্রাক এবং ১৫৪ জন কর্মীর প্রচেষ্টায় বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে নিরাপত্তার জন্য আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে জরুরি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী, দমকলকর্মী, স্বাস্থ্য এবং অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিশাল এক ধোঁয়ার কুণ্ডলীতে রেস্তোরাঁর ভবনটি ঢেকে গেছে। ভবনটির আশপাশে রাখা কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এ বিস্ফোরণে। রাস্তায় ছড়িয়ে পড়েছিল কাচের টুকরা।
বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিলেন ঝাও লি নামের এক নারী। তিনি বলেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম। হঠাৎ শুনি বিকট বিস্ফোরণের শব্দ। প্রথমে ভেবেছিলাম, এটা বোধ হয় বন্দুকের গুলির আওয়াজ। বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে কাচ ভাঙার শব্দ পেয়েছি। সেখানে ছিল ধোঁয়ার মেঘ।’
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পুরনো ভবনের নীচ তলার একটি রেস্টুরেন্টে বিস্ফোরণ হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া বিস্ফোরণস্থলের ভিডিও ফুটেজে আগুনের শিখা এবং ব্যাপক ধোঁয়া দেখা গেছে। বিস্ফোরণে আশেপাশের রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ১৫০ টিরও বেশি দমকল কর্মী কাজ করছেন বলে সিসিটিভি জানিয়েছে।
একমাস আগেই চীনের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। তাতে মৃত্যু হয় অন্তত ৮ জন কর্মীর। সাংহাই থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের চাংঝো শহরে এই বিস্ফোরণটি ঘটে। এর আগে গত ২০২৩ সালের জুন মাসে নিংজিয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানের একটি রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয় ৩১ জনের।