বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে সুমন (১৫) নামের এক কিশোরকে চাপা দিয়ে চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় পথচারী সুমনসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী ।
বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী সুমন সরদার সানুহার এলাকার বেলাল সরদারের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে।
উজিরপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, আজ সকাল ৬টায় যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের বাসটি দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়া কিশোর সুমনকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছসহ পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কিশোর সুমন মারা যায়। পরে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে বাসটিকে উদ্ধার করে। এ সময় বাসের মধ্যে থাকা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি বাসের যাত্রী।
তিনি আরও বলেন, বাস থেকে উদ্ধার হওয়া মরদেহ ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।