Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ে আসছেন আশা ভোঁসলের নাতনি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি জানাই বলিউডে অভিষেক করতে চলেছেন। তবে গানের মাধ্যমে নয় বরং অভিনেত্রী হিসেবেই আত্মপ্রকাশ করবেন তিনি। এই খবর ভক্তদের সামাজিক মাধ্যমে জানিয়েছেন আশা ভোঁসলে নিজেই।

সোমবার (১১ মার্চ) আশা ভোঁসলে তার এক্সে (টুইটার) এক পোস্টে নাতনির বলিউড যাত্রার কথা জানান। এতে বরেণ্য এই গায়িকা লেখেন, ‘‘আমার আদরের নাতনি জানাই ভোঁসলেকে দেখে আমি সত্যি আনন্দিত। সিনেমার দুনিয়ায় যুক্ত হয়েছে সে। ‘দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমায় তাকে দেখা যাবে। আমি আশা করব, সিনেমার ইতিহাসে সে তার নিজের অবস্থান তৈরি করবে; তার জন্য শুভ কামনা।’’

‘দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমা নির্মাণ করছেন সন্দীপ সিং। এ নির্মাতা বলেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর জানাই ভোঁসলেকে লঞ্চ করতে পেরে সিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রয়াত লতা মঙ্গেশকরজি জানাইর খালা আর আশা ভোঁসলেজি তার দাদি। ভোঁসলে পরিবারের গর্বিত সন্তান তিনি। তার চমৎকার একটি কণ্ঠ রয়েছে। কিন্তু কম মানুষই জানেন, জানাই একজন প্রতিভাবান নৃত্যশিল্পী এবং দক্ষ পারফরমার। রানি সাই বাই চরিত্রের জন্য জানাই উপযুক্ত।’

ছত্রপতি শিবাজি মহারাজের স্ত্রী রানি সাই বাইয়ের চরিত্রে অভিনয় করবেন জানাই ভোঁসলে। নির্মাতা সন্দীপ সিং বলেন, ‘একজন রাজা ও একজন মানুষ হিসেবে পরিপূর্ণ হতে শিবাজি মহারাজের স্ত্রী রানি সাই বাই অনেক ভূমিকা রেখেছেন।’

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমা।

আশা ভোঁসলের ছোট ছেলে আনন্দ ভোঁসলে এবং অনুজা ভোঁসলের মেয়ে জানাই। ২০০২ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। দাদি আশা ভোঁসলের পথ অনুসরণ করে অনেক আগেই গানের জগতে পা রেখেছেন। একই মঞ্চে দাদির সঙ্গে তাকে গাইতেও দেখা গিয়েছে। এবার অভিনয়ে যাত্রা শুরু করলেন জানাই।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অভিনয়ে আসছেন আশা ভোঁসলের নাতনি

প্রকাশের সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি জানাই বলিউডে অভিষেক করতে চলেছেন। তবে গানের মাধ্যমে নয় বরং অভিনেত্রী হিসেবেই আত্মপ্রকাশ করবেন তিনি। এই খবর ভক্তদের সামাজিক মাধ্যমে জানিয়েছেন আশা ভোঁসলে নিজেই।

সোমবার (১১ মার্চ) আশা ভোঁসলে তার এক্সে (টুইটার) এক পোস্টে নাতনির বলিউড যাত্রার কথা জানান। এতে বরেণ্য এই গায়িকা লেখেন, ‘‘আমার আদরের নাতনি জানাই ভোঁসলেকে দেখে আমি সত্যি আনন্দিত। সিনেমার দুনিয়ায় যুক্ত হয়েছে সে। ‘দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমায় তাকে দেখা যাবে। আমি আশা করব, সিনেমার ইতিহাসে সে তার নিজের অবস্থান তৈরি করবে; তার জন্য শুভ কামনা।’’

‘দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমা নির্মাণ করছেন সন্দীপ সিং। এ নির্মাতা বলেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর জানাই ভোঁসলেকে লঞ্চ করতে পেরে সিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রয়াত লতা মঙ্গেশকরজি জানাইর খালা আর আশা ভোঁসলেজি তার দাদি। ভোঁসলে পরিবারের গর্বিত সন্তান তিনি। তার চমৎকার একটি কণ্ঠ রয়েছে। কিন্তু কম মানুষই জানেন, জানাই একজন প্রতিভাবান নৃত্যশিল্পী এবং দক্ষ পারফরমার। রানি সাই বাই চরিত্রের জন্য জানাই উপযুক্ত।’

ছত্রপতি শিবাজি মহারাজের স্ত্রী রানি সাই বাইয়ের চরিত্রে অভিনয় করবেন জানাই ভোঁসলে। নির্মাতা সন্দীপ সিং বলেন, ‘একজন রাজা ও একজন মানুষ হিসেবে পরিপূর্ণ হতে শিবাজি মহারাজের স্ত্রী রানি সাই বাই অনেক ভূমিকা রেখেছেন।’

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমা।

আশা ভোঁসলের ছোট ছেলে আনন্দ ভোঁসলে এবং অনুজা ভোঁসলের মেয়ে জানাই। ২০০২ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। দাদি আশা ভোঁসলের পথ অনুসরণ করে অনেক আগেই গানের জগতে পা রেখেছেন। একই মঞ্চে দাদির সঙ্গে তাকে গাইতেও দেখা গিয়েছে। এবার অভিনয়ে যাত্রা শুরু করলেন জানাই।