রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে বিজ্ঞান গ্রুপে পাশের হার ৪৬ শতাংশ এবং অ-বিজ্ঞান গ্রুপে ৮০ দশমিক ৬ শতাংশ। গড়ে ৪৬ দশমিক ৮৯ শতাংশ।
সোমবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান গ্রুপ থেকে ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬১ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে ২৮ হাজার ৯১ জন পাস করেছেন, যা মোট অংশগ্রহণকারীর ৪৬ শতাংশ।
এ ছাড়া অ-বিজ্ঞান গ্রুপ (বাণিজ্য ও মানবিক থেকে যাঁরা এসেছেন) থেকে আবেদন করেন ১ হাজার ৭৭৮ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেন ১ হাজার ৩৬৮ জন, যা মোট অংশগ্রহণকারীর ৮০ দশমিক ৬ শতাংশ।
উভয় গ্রুপ মিলিয়ে মোট অংশগ্রহণকারী ৬২ হাজার ৮১৬ জন। তাঁদের মধ্যে পাস করেন ২৯ হাজার ৪৫৯ জন। গড় পাসের হার ৪৬ দশমিক ৮৯ শতাংশ। বিজ্ঞান গ্রুপে সর্বোচ্চ নম্বর ৯৬ এবং অ-বিজ্ঞান গ্রুপে ৮৭।
‘সি’ ইউনিটে সমন্বয়ক অধ্যাপক নাসিমা আখতার বলেন, যথাযথ যাচাই-বাছাই শেষেই ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রস্তুতে কোনো ভুল যাতে না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এই ইউনিটে ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু। এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) জানা যাবে।
উল্লেখ্য, গত ৫-৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর তিন ইউনিটে গড় উপস্থিতি ৮৮.২১ শতাংশ। আগামী ১৩-১৫ মার্চের মধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়করা।