Dhaka মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৭ জানুয়ারি এটা কোনো নির্বাচন নয়, আওয়ামী লীগের আনুষ্ঠানিক অনুষ্ঠান : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ৭ জানুয়ারি এটা কোনো নির্বাচন নয়, আওয়ামী লীগের আনুষ্ঠানিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে একটা প্রহসনের নাটক সৃষ্টি করে সরকার বৈধতা করার চেষ্টা করছে। সেই জন্য তারা সরকার গঠন করেছে।

সোমবার (১১ মার্চ) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেছেন, ৭ জানুয়ারি জনগণ ভোট দিতে পারেনি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। আর এ ভয়ে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। যে কারণে তারা নিজেরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে।

এটা কোনো ভোট হয়নি জানিয়ে তিনি বলেন, এটা একটা সিলেকশন ভোট হয়েছে। আওয়ামী লীগের নেতারা সারাক্ষণ বিএনপিকে নিয়ে আতঙ্কিত।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে বলে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, ২৮ অক্টোবর আমাদের সমাবেশকে ভয় পেয়ে পণ্ড করে দিয়েছে সরকার। হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, হত্যা করেছে।

বিএনপির সাবেক এ মন্ত্রী বলেন, যেকোনো দেশে আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছে। অনেক নারী স্বামী-সন্তানকে মুক্তিযুদ্ধে এগিয়ে দিয়েছে। ভাষা আন্দোলন, ৯০ এর আন্দোলন, সব সময় নারীরা এগিয়ে ছিল। আগামীতে বিএনপির আন্দোলনে নারীরা এগিয়ে থাকবে।

আন্দোলনে আমাদের নারী নেত্রীদের গ্রেফতার করে নির্যাতন করেছে সরকার- এমন অভিযোগ করে সেলিমা রহমান জানান, চলমান আন্দোলন বেগবান করতে ভূমিকা রাখবে তাদের নারী নেতৃত্বও।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে নিয়ে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন সেলিমা রহমান। এ সময় মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শাহিনুর নার্গিসসহ দক্ষিণ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাসানী ভবন মিলনায়তনে দক্ষিণ মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা নোয়াখালীর অধিকাংশ গ্রামীণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

৭ জানুয়ারি এটা কোনো নির্বাচন নয়, আওয়ামী লীগের আনুষ্ঠানিক অনুষ্ঠান : সেলিমা রহমান

প্রকাশের সময় : ০১:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ৭ জানুয়ারি এটা কোনো নির্বাচন নয়, আওয়ামী লীগের আনুষ্ঠানিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে একটা প্রহসনের নাটক সৃষ্টি করে সরকার বৈধতা করার চেষ্টা করছে। সেই জন্য তারা সরকার গঠন করেছে।

সোমবার (১১ মার্চ) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেছেন, ৭ জানুয়ারি জনগণ ভোট দিতে পারেনি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। আর এ ভয়ে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। যে কারণে তারা নিজেরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে।

এটা কোনো ভোট হয়নি জানিয়ে তিনি বলেন, এটা একটা সিলেকশন ভোট হয়েছে। আওয়ামী লীগের নেতারা সারাক্ষণ বিএনপিকে নিয়ে আতঙ্কিত।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে বলে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, ২৮ অক্টোবর আমাদের সমাবেশকে ভয় পেয়ে পণ্ড করে দিয়েছে সরকার। হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, হত্যা করেছে।

বিএনপির সাবেক এ মন্ত্রী বলেন, যেকোনো দেশে আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছে। অনেক নারী স্বামী-সন্তানকে মুক্তিযুদ্ধে এগিয়ে দিয়েছে। ভাষা আন্দোলন, ৯০ এর আন্দোলন, সব সময় নারীরা এগিয়ে ছিল। আগামীতে বিএনপির আন্দোলনে নারীরা এগিয়ে থাকবে।

আন্দোলনে আমাদের নারী নেত্রীদের গ্রেফতার করে নির্যাতন করেছে সরকার- এমন অভিযোগ করে সেলিমা রহমান জানান, চলমান আন্দোলন বেগবান করতে ভূমিকা রাখবে তাদের নারী নেতৃত্বও।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে নিয়ে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন সেলিমা রহমান। এ সময় মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শাহিনুর নার্গিসসহ দক্ষিণ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাসানী ভবন মিলনায়তনে দক্ষিণ মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।