নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি করে সুপ্রিম কোটের মতো জায়গাকে কলঙ্কিত করা হয়েছে। নাটক করে, মামলা করে বিএনপিপন্থি আইনজীবীদের গ্রেফতার করা হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। আজকে ৫ কোটি শিক্ষিত যুবক বেকার সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। তারা থোড়াই কেয়ার করছে না। তাছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক তরুণকে কারাগারে বন্দি রাখা হয়েছে। এক রকম বিনা বিচারেই অনেকে কারাদণ্ড ভোগ করছেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে। কিন্তু আটক করা হয় বিএনপির লোকজন। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনেও তাই হয়েছে।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ফলাফল জালিয়াতি করা হয়েছে। আপনারা দেখছেন অহংকারের মাত্রা, ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে, সেখানে তা দেখা গেছে।
রিজভী দাবি করেন, সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছে। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজলকে। যুথিকে কেন আটক করা হলো না। মারামারি করলো তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের মতো জায়গায় সেখানেও তারা ভোটের অধিকার কেড়ে নিল, ফলাফল কেড়ে নিল। ফলাফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী হতো।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, রাষ্ট্রশক্তিকে আওয়ামী লীগের পেশিশক্তিতে পরিণত করে ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। তারা থোরাই কেয়ার করছে না।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।