Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করলেন রাখির প্রাক্তন স্বামী আদিল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

রাখির সঙ্গে বিবাহবিচ্ছেদের মাস কয়েকের মধ্যেই ফের বিয়ে করলেন তাঁর প্রাক্তন স্বামী আদিল। পাত্রী ‘বিগ বস্ ১২’-এর প্রতিযোগী।

বিয়ে করে ফের শিরোনামে এলেন রাখির প্রাক্তন স্বামী। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আদিল লেখেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের কৃপায় আমরা একটি সাধারণ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি। আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।

এদিনের পোস্টে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার। সোমি খান ‘বিগ বস ১২’র অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।

২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। প্রথমে সেই খবর গোপন থাকলেও, পরে রাখি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

গত বছর ক্রমাগত শিরোনামে ছিলেন রাখি সবন্ত। কারণ আদিল খান দুরানির সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ। প্রথমে বিয়ের খবর লুকিয়ে গেলেও পরে জানাজানি হয়। কিন্তু তার মাস কয়েকের মাথায় বিবাহবিচ্ছেদ হয় আদিল-রাখির। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাঁদের দাম্পত্যকলহ।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। জুলাই মাসে জেল থেকে ছাড়া পেয়েই রাখিকে শায়েস্তা করার হুঙ্কার দিয়েছিলেন তিনি। আসলে রাখিকে বিয়ের পর থানা-পুলিশের কম ঝক্কি পোহাতে হয়নি আদিলকে। এ বার রাখির সঙ্গে বিচ্ছেদের বছর ঘোরার আগেই নিকাহ্ সারলেন আদিল। পাত্রী ‘বিগ বস্ ১২’-র প্রতিযোগী সোমি খান।

আদিলকে বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন রাখি। এত কিছুর পরও টেকেনি সেই বিয়ে। এ বার নতুন জীবন শুরু করলেন আদিল।

সোমির সঙ্গে নিকাহ্ সারার পর তিনি সমাজমাধ্যমে লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের নিকাহ্ অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আলহমদোলিল্লাহ্, আপনাদের সকলের আশীর্বাদের জন্য ধন্যবাদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি স্বামী-স্ত্রী হিসেবে নতুন সফর শুরু করার জন্য। আমাদের জন্য প্রার্থনা করবেন।

পাশাপাশি আদিল এ-ও জানান, এটাই তাঁর প্রথম বিয়ে। বেঙ্গালুরুতেই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। খুব শীঘ্রই মুম্বই ফিরবেন, তার পর বড় কিছু ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। এমনিতেই সোমির সঙ্গে ‘প্রথম বিয়ে’ বলে ঘোষণা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে কি রাখির সঙ্গে বিয়ে হয়নি তাঁর? জল্পনা উস্কে দিলেন আদিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

বিয়ে করলেন রাখির প্রাক্তন স্বামী আদিল

প্রকাশের সময় : ১০:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

রাখির সঙ্গে বিবাহবিচ্ছেদের মাস কয়েকের মধ্যেই ফের বিয়ে করলেন তাঁর প্রাক্তন স্বামী আদিল। পাত্রী ‘বিগ বস্ ১২’-এর প্রতিযোগী।

বিয়ে করে ফের শিরোনামে এলেন রাখির প্রাক্তন স্বামী। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আদিল লেখেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের কৃপায় আমরা একটি সাধারণ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি। আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।

এদিনের পোস্টে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার। সোমি খান ‘বিগ বস ১২’র অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।

২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। প্রথমে সেই খবর গোপন থাকলেও, পরে রাখি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

গত বছর ক্রমাগত শিরোনামে ছিলেন রাখি সবন্ত। কারণ আদিল খান দুরানির সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ। প্রথমে বিয়ের খবর লুকিয়ে গেলেও পরে জানাজানি হয়। কিন্তু তার মাস কয়েকের মাথায় বিবাহবিচ্ছেদ হয় আদিল-রাখির। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাঁদের দাম্পত্যকলহ।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। জুলাই মাসে জেল থেকে ছাড়া পেয়েই রাখিকে শায়েস্তা করার হুঙ্কার দিয়েছিলেন তিনি। আসলে রাখিকে বিয়ের পর থানা-পুলিশের কম ঝক্কি পোহাতে হয়নি আদিলকে। এ বার রাখির সঙ্গে বিচ্ছেদের বছর ঘোরার আগেই নিকাহ্ সারলেন আদিল। পাত্রী ‘বিগ বস্ ১২’-র প্রতিযোগী সোমি খান।

আদিলকে বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন রাখি। এত কিছুর পরও টেকেনি সেই বিয়ে। এ বার নতুন জীবন শুরু করলেন আদিল।

সোমির সঙ্গে নিকাহ্ সারার পর তিনি সমাজমাধ্যমে লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের নিকাহ্ অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আলহমদোলিল্লাহ্, আপনাদের সকলের আশীর্বাদের জন্য ধন্যবাদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি স্বামী-স্ত্রী হিসেবে নতুন সফর শুরু করার জন্য। আমাদের জন্য প্রার্থনা করবেন।

পাশাপাশি আদিল এ-ও জানান, এটাই তাঁর প্রথম বিয়ে। বেঙ্গালুরুতেই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। খুব শীঘ্রই মুম্বই ফিরবেন, তার পর বড় কিছু ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। এমনিতেই সোমির সঙ্গে ‘প্রথম বিয়ে’ বলে ঘোষণা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে কি রাখির সঙ্গে বিয়ে হয়নি তাঁর? জল্পনা উস্কে দিলেন আদিল।