Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তামাবিলে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশু নিহত

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেট তামাবিল মহাসড়কে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। আহত হন অনেকেই। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেছে ও ট্রাকটি উলটে রাস্তার পাশে পড়ে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

তামাবিলে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশু নিহত

প্রকাশের সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেট তামাবিল মহাসড়কে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। আহত হন অনেকেই। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেছে ও ট্রাকটি উলটে রাস্তার পাশে পড়ে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।