Dhaka মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহবার্ষিকীতে উপহার না দেয়ায় স্বামীকে ছুরি মারলেন ক্ষুব্ধ স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : 

স্বামীর কাছ থেকে কোনো উপহার না পেয়ে ক্ষুব্ধ হন স্ত্রী। শেষ পর্যন্ত ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতই করে বসেন। তবে প্রাণে রক্ষা পেয়েছেন ভুক্তভোগী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে, গত ২৭ ফেব্রুয়ারি। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলাও করেছেন স্বামী।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্ত্রীর ছুরিকাঘাতে আহত কিরণের (ছদ্মনাম) বয়স ৩৭ বছর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

তার স্ত্রী সন্ধ্যা (ছদ্মনাম) একজন গৃহিণী, বয়স ৩৫ বছর।ঘটনার দিন আহত অবস্থায় কিরণ পুলিশকে বলেন, তিনি রাতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে তাকে আঘাত করেন তার স্ত্রী। ওই আঘাত তার হাতে লাগে। এতে প্রথমে তিনি হতচকিত হয়ে পড়েন। এরপর তাকে আবার ছুরিকাঘাত করার আগেই তিনি ধাক্কা মেরে তার স্ত্রীকে সরিয়ে দেন।

পরে প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসার জন্য কিরণ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান। ছুরিকাঘাতে আহত হওয়ায় বিষয়টি পুলিশকে জানিয়েছেন চিকিৎসকেরা। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যার বিরুদ্ধে ১ মার্চ থানায় মামলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি একটি পারিবারিক বিষয়। নিজেদের মধ্যে আলোচনার জন্য তাদের সময় দেয়া হয়েছে। আলোচনা শেষে আবার পুলিশের কাছে আসতে বলা হয়েছে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

আবহাওয়া

বিবাহবার্ষিকীতে উপহার না দেয়ায় স্বামীকে ছুরি মারলেন ক্ষুব্ধ স্ত্রী!

প্রকাশের সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

স্বামীর কাছ থেকে কোনো উপহার না পেয়ে ক্ষুব্ধ হন স্ত্রী। শেষ পর্যন্ত ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতই করে বসেন। তবে প্রাণে রক্ষা পেয়েছেন ভুক্তভোগী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে, গত ২৭ ফেব্রুয়ারি। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলাও করেছেন স্বামী।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্ত্রীর ছুরিকাঘাতে আহত কিরণের (ছদ্মনাম) বয়স ৩৭ বছর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

তার স্ত্রী সন্ধ্যা (ছদ্মনাম) একজন গৃহিণী, বয়স ৩৫ বছর।ঘটনার দিন আহত অবস্থায় কিরণ পুলিশকে বলেন, তিনি রাতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে তাকে আঘাত করেন তার স্ত্রী। ওই আঘাত তার হাতে লাগে। এতে প্রথমে তিনি হতচকিত হয়ে পড়েন। এরপর তাকে আবার ছুরিকাঘাত করার আগেই তিনি ধাক্কা মেরে তার স্ত্রীকে সরিয়ে দেন।

পরে প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসার জন্য কিরণ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান। ছুরিকাঘাতে আহত হওয়ায় বিষয়টি পুলিশকে জানিয়েছেন চিকিৎসকেরা। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যার বিরুদ্ধে ১ মার্চ থানায় মামলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি একটি পারিবারিক বিষয়। নিজেদের মধ্যে আলোচনার জন্য তাদের সময় দেয়া হয়েছে। আলোচনা শেষে আবার পুলিশের কাছে আসতে বলা হয়েছে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।