সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে মন্দির থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন ব্রিজে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে আশাশুনি উপজেলার কাদাকাটি-দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে ও কালিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী নয়ন ঘোষ (১৮) ও তার সহপাঠী একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। গুরুতর আহত ব্যক্তি হলেন নিহতদের সহপাঠী ও আমিয়ান গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৮)।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী নুরুল আলমের বরাতে তিনি জানান, নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন। সারা রাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোরে কালীগঞ্জের দিকে রওনা হন। পথে দরগাহপুর কাদাকাটি সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লাগে। এতে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।
আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, আমরা সেখানে গিয়ে দেখি ব্রিজের গর্তের ভেতর দুটি মৃতদেহ ও একটি মোটরসাইকেল পড়ে আছে। সেগুলো উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।