Dhaka শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেনিয়ায় মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : 

কেনিয়ায় মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) দেশটির রাজধানী নাইরোবিতে একটি যাত্রীবাহী বিমানের সাথে একটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ হয়। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে প্রশিক্ষণ বিমানের দুইজনই নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের সবাই অক্ষত রয়েছেন। বিমানটিতে ক্রুসহ ৪৪ জন আরোহী ছিলেন।

কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিঙ্ক এভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিঙ্কের যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার শিকার হওয়ার পরও বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে। এতে তাদের বিমানের কোনও আরোহী হতাহত হয়নি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান।

আবহাওয়া

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

কেনিয়ায় মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ

প্রকাশের সময় : ১১:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

কেনিয়ায় মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) দেশটির রাজধানী নাইরোবিতে একটি যাত্রীবাহী বিমানের সাথে একটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ হয়। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে প্রশিক্ষণ বিমানের দুইজনই নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের সবাই অক্ষত রয়েছেন। বিমানটিতে ক্রুসহ ৪৪ জন আরোহী ছিলেন।

কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিঙ্ক এভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিঙ্কের যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার শিকার হওয়ার পরও বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে। এতে তাদের বিমানের কোনও আরোহী হতাহত হয়নি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান।