আন্তর্জাতিক ডেস্ক :
চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন।
স্থানীয় সময় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক আবাসিক ভবনে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তের পর কর্মকর্তারা বলছেন,আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায়, যেখানে বৈদ্যুতিক বাইক রাখা ছিল।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন লাগা ভবনটি নানজিং এর ইউহুতাই জেলায় অবস্থিত। আট মিলিয়নেরও বেশি মানুষের বসবাস ওই শহরটি সাংহাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
জানা গেছে, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দেশটির ফায়ার সার্ভিসের সদস্যরা। চীনা সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে মাঝরাতে একটি বহুতল ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আহত ৪৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা ‘সঙ্কটজনক’ এবং অন্য একজনের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে, শহরের মেয়র চেন ঝিচাং নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।
গত মাসে মধ্য চীনের জিনিউতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। ২০২৩-এর নভেম্বরে শানজি প্রদেশের উত্তরাঞ্চলে একটি কয়লা কোম্পানির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হয়েছিল।
গত অক্টোবরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিংজিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ভবনগুলোতে পর্যাপ্ত পরিমাণে অগ্নি সুরক্ষা ব্যবস্থা রাখতে সম্প্রতি ভবনমালিকদের নির্দেশ দিয়েছেন। কিন্তু তার নির্দেশতে ভবনমালিকরা কতখানি গুরুত্ব দিচ্ছেন, তা প্রশ্নসাপেক্ষ।