কুয়েত থেকে দেশে ফেরার সময় আকাশে উড়ন্ত বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক বাংলাদেশি। বিমানটি ঢাকায় অবতরণের পর মৃত ওই যাত্রীকে নামানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত থেকে দেশে ফিরে আসার সময় উড়ন্ত উড়োজাহাজে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বুরহান মিয়া (৫৭) নামে এক প্রবাসী।
তার ফ্লাইটটি কুয়েত থেকে রওয়ানা হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন : বিমানের মালয়েশিয়ার ফ্লাইটে একজনই যাত্রী ‘সোনা মিয়া’
বুরহান মিয়া ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম শামসুল হক। পাসপোর্ট নম্বর এজি ৮৬৬৬৭১০।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা (উপ-পরিচালক) শওকত হোসেন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান ফ্লাইটে বুরহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।