সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে হাবিব ব্যাপারী (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের ফসলি মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত হাবিব পোরজনা ইউনিয়নের চরকাদাই নঙ্গরপাড়া গ্রামের লিয়াকত আলী ব্যাপারীর ছেলে। তিনি একসন্তানের জনক।
স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জমিতে জড়ো করে রাখা সরিষার বোঝা আনতে যান হাবিব। এ সময় প্রচণ্ড জোরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে লালচে দাগ হয় ও জ্ঞান হারান। তাকে স্থানীয়রা উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, সকালে বজ্রপাতে এক কৃষক মারা গেছে বলে জেনেছি। ওই কৃষক পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে।