Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র সন্তানের বাবা হলেন বিরাট কোহলি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন বিরাট কোহলি। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল দ্বিতীয় সন্তানের পিতা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা জুটি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর দিলেন ভারতীয় ব্যাটিং তারকা। বিরুস্কা দম্পতির ঘর আলোকিত করে এবার এসেছে পুত্র সন্তান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পুত্র সন্তান হওয়ার সুখবরটি দিয়েছেন বিরাট কোহলি।

ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল সন্তান সন্তানসম্ভবা আনুশকা শর্মা। আর স্ত্রীর পাশে থাকতেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন বিরাট। মাঝে ভারতীয় তারকার আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ছিলেন দ্বিতীয় সন্তানের পিতা হতে যাচ্ছেন বিরাট। তখন এই বিষয়টি আরও স্পষ্ট হয়। কিন্তু কোহলি ও বিসিসিআই পুরো বিষয়টি গোপন রেখেছিলেন।

গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। যা পাঁচ দিন পর সবাইকে জানান কোহলি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট লিখেছেন, ‘সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে, ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে এ পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।’

সদ্য ভূমিষ্ঠ হওয়ার পুত্র সন্তানের নামও রেখেছেন কোহলি-আনুশকা দম্পতি। দুজনের নামের সঙ্গে মিল রেখে রাজপুত্রের নাম রেখেছেন অকয়। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউড কুইন আনুশকা শর্মা ও বিরাট কোহলি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর ২০২১ সালে প্রথম সন্তান ভামিকা জন্ম গ্রহণ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুত্র সন্তানের বাবা হলেন বিরাট কোহলি

প্রকাশের সময় : ১২:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন বিরাট কোহলি। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল দ্বিতীয় সন্তানের পিতা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা জুটি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর দিলেন ভারতীয় ব্যাটিং তারকা। বিরুস্কা দম্পতির ঘর আলোকিত করে এবার এসেছে পুত্র সন্তান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পুত্র সন্তান হওয়ার সুখবরটি দিয়েছেন বিরাট কোহলি।

ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল সন্তান সন্তানসম্ভবা আনুশকা শর্মা। আর স্ত্রীর পাশে থাকতেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন বিরাট। মাঝে ভারতীয় তারকার আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ছিলেন দ্বিতীয় সন্তানের পিতা হতে যাচ্ছেন বিরাট। তখন এই বিষয়টি আরও স্পষ্ট হয়। কিন্তু কোহলি ও বিসিসিআই পুরো বিষয়টি গোপন রেখেছিলেন।

গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। যা পাঁচ দিন পর সবাইকে জানান কোহলি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট লিখেছেন, ‘সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে, ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে এ পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।’

সদ্য ভূমিষ্ঠ হওয়ার পুত্র সন্তানের নামও রেখেছেন কোহলি-আনুশকা দম্পতি। দুজনের নামের সঙ্গে মিল রেখে রাজপুত্রের নাম রেখেছেন অকয়। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউড কুইন আনুশকা শর্মা ও বিরাট কোহলি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর ২০২১ সালে প্রথম সন্তান ভামিকা জন্ম গ্রহণ করেন।