Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র হত্যায় দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজেমুল হক হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুজনের মধ্যে একজন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার নাচোল উপজেলার শ্রীরামপুরের আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন ওরফে আবীর ও নিয়ামুল হকের ছেলে হযরত আলী। এর মধ্যে হযরত আলী পলাতক রয়েছেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক রয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি জানান, পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত তাজেমুল হক। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা ধান নিয়ে আসার কথা বলে তাজেমুল হকের অটোরিকশা ভাড়া নেন। এরপর অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেঁতলে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই ভবনেই বালুচাপা দেয়।

তাজেমুলের মোবাইল নম্বরে কল দিয়ে না পেয়ে তাকে খুঁজতে বের হয় স্বজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাজেমুলের অটোরিকশা দেখতে পায়। পরে নির্মাণাধীন ভবনে বালু সরিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

পুলিশ ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাজেমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই (উপপরিদর্শক) গোলাম রসুল অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র হত্যায় দুজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজেমুল হক হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুজনের মধ্যে একজন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার নাচোল উপজেলার শ্রীরামপুরের আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন ওরফে আবীর ও নিয়ামুল হকের ছেলে হযরত আলী। এর মধ্যে হযরত আলী পলাতক রয়েছেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক রয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি জানান, পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত তাজেমুল হক। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা ধান নিয়ে আসার কথা বলে তাজেমুল হকের অটোরিকশা ভাড়া নেন। এরপর অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেঁতলে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই ভবনেই বালুচাপা দেয়।

তাজেমুলের মোবাইল নম্বরে কল দিয়ে না পেয়ে তাকে খুঁজতে বের হয় স্বজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাজেমুলের অটোরিকশা দেখতে পায়। পরে নির্মাণাধীন ভবনে বালু সরিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

পুলিশ ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাজেমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই (উপপরিদর্শক) গোলাম রসুল অভিযোগপত্র দাখিল করেন আদালতে।