Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মালিতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : 

মালির মধ্যাঞ্চলে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪৫ জন।

স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে এর আগে গত মাসের শেষের দিকে একটি সোনার খনির টানেলধসে ৭০ জনের বেশি শ্রমিক নিহত হয়। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোয় প্রায়ই মারাত্মক ভূমিধস দেখা যায়। মূল্যবান এ ধাতুসমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে : গয়েশ্বর চন্দ্র রায়

মালিতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৫

প্রকাশের সময় : ০২:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

মালির মধ্যাঞ্চলে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪৫ জন।

স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে এর আগে গত মাসের শেষের দিকে একটি সোনার খনির টানেলধসে ৭০ জনের বেশি শ্রমিক নিহত হয়। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোয় প্রায়ই মারাত্মক ভূমিধস দেখা যায়। মূল্যবান এ ধাতুসমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।