নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করে রাত সাড়ে ৯টার দিকে বের হন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিবের আলোচনার বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
শায়রুল কবির খান বলেন, আজ রাত ৮টা ১০ মিনিটের দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসায় দেখা করতে যান দলটির মহাসচিব। রাত সাড়ে নয়টার পর তিনি খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন।
প্রসঙ্গত, সাড়ে তিন মাস বন্দি থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মুক্তির পর বিএনপি মহাসচিব হাসপাতালে গিয়ে নিজের শারীরিক চেকআপ করেন। চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর গত ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব ফখরুলকে তুলে নিয়ে যায় এবং পরে তাঁর বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ১১টি মামলা দেওয়া হয়। এসব মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন।