Dhaka বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী ভারত : স্থানীয় সরকারমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সেতু, কালভার্ট ও সড়ক উন্নয়নসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাইকমিশনারের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দুদেশের সাধারণ মানুষের উন্নতি নিয়ে আলোচনা করেছি। স্থানীয় সরকারের বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদ আছে, তাদের ওখানে পঞ্চায়েত আছে। আমাদের উপজেলা পরিষদের মতোই তাদেরও উপজেলা পরিষদ আছে। এগুলো কীভাবে আরও কার্যকর করা যায়, তারা কীভাবে কাজ করছে, আমরা কীভাবে করছি, আলোচনায় তা উঠে এসেছে।

তিনি বলেন, কেবল ভারত থেকেই আমরা শিখবো না, তাদেরও আমাদের কাছ থেকে শেখার আছে। আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। আলোচনা করলে আমরা হয়তো আরও কার্যকরী পদ্ধতি চিহ্নিত করতে সক্ষম হবো। এছাড়া দুদেশের জনবলকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও কথা বলেছি।

ভারতের সঙ্গে বিনিয়োগ নিয়ে কোনো কথা হয়েছে কিনা- জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ভারত বাংলাদেশে অনেক বিনিয়োগ করতে চায়। এখানে অবকাঠামো উন্নয়নের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে। যেমন- আমাদের বাজার ব্যবস্থাপনা ও কৃষি খামার নিয়ে তাদের আগ্রহ আছে। এক্ষেত্রে তাদের সফলতা ও আমাদের সফলতা চিহ্নিত করে সে অনুসারে আমরা অভিজ্ঞতা বিনিময় করবো।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সেতু, কালভার্ট ও সড়ক উন্নয়নে তারা নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এক্ষেত্রে তারা অর্থনৈতিক সহায়তা করবে। এছাড়া ডেঙ্গু নিয়ে আমরা কাজ করি। তাদের পশ্চিমবঙ্গের কলকাতায় এডিস মশার প্রাদুর্ভাব আছে। সেজন্য এ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমরা যৌথভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে।

তিনি বলেন, দুদেশের মধ্যে আলোচনা শুরু না হলে আমরা কখনোই সুফল পাবো না। আজ যে আলোচনা হয়েছে তাতে আমরা আমাদের পক্ষ থেকে কী কী উন্নয়ন প্রকল্প নিতে পারি, সেটা পর্যালোচনা করে তাদের জানাবো। তাতে অর্থায়ন করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাদি হত্যাচেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ডে নুরুজ্জামান

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী ভারত : স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সেতু, কালভার্ট ও সড়ক উন্নয়নসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাইকমিশনারের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দুদেশের সাধারণ মানুষের উন্নতি নিয়ে আলোচনা করেছি। স্থানীয় সরকারের বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদ আছে, তাদের ওখানে পঞ্চায়েত আছে। আমাদের উপজেলা পরিষদের মতোই তাদেরও উপজেলা পরিষদ আছে। এগুলো কীভাবে আরও কার্যকর করা যায়, তারা কীভাবে কাজ করছে, আমরা কীভাবে করছি, আলোচনায় তা উঠে এসেছে।

তিনি বলেন, কেবল ভারত থেকেই আমরা শিখবো না, তাদেরও আমাদের কাছ থেকে শেখার আছে। আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। আলোচনা করলে আমরা হয়তো আরও কার্যকরী পদ্ধতি চিহ্নিত করতে সক্ষম হবো। এছাড়া দুদেশের জনবলকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও কথা বলেছি।

ভারতের সঙ্গে বিনিয়োগ নিয়ে কোনো কথা হয়েছে কিনা- জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ভারত বাংলাদেশে অনেক বিনিয়োগ করতে চায়। এখানে অবকাঠামো উন্নয়নের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে। যেমন- আমাদের বাজার ব্যবস্থাপনা ও কৃষি খামার নিয়ে তাদের আগ্রহ আছে। এক্ষেত্রে তাদের সফলতা ও আমাদের সফলতা চিহ্নিত করে সে অনুসারে আমরা অভিজ্ঞতা বিনিময় করবো।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সেতু, কালভার্ট ও সড়ক উন্নয়নে তারা নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এক্ষেত্রে তারা অর্থনৈতিক সহায়তা করবে। এছাড়া ডেঙ্গু নিয়ে আমরা কাজ করি। তাদের পশ্চিমবঙ্গের কলকাতায় এডিস মশার প্রাদুর্ভাব আছে। সেজন্য এ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমরা যৌথভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে।

তিনি বলেন, দুদেশের মধ্যে আলোচনা শুরু না হলে আমরা কখনোই সুফল পাবো না। আজ যে আলোচনা হয়েছে তাতে আমরা আমাদের পক্ষ থেকে কী কী উন্নয়ন প্রকল্প নিতে পারি, সেটা পর্যালোচনা করে তাদের জানাবো। তাতে অর্থায়ন করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।