Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম মুনতাকা

নিজস্ব প্রতিবেদক : 

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন ফল ঘোষণা করেন। তিনি বলেন, শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তানজিম মুনতাকা সর্বা এবার প্রথম ভর্তি পরীক্ষায় অংশ নেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তিনি ২০২১ সালে রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। ২০২৩ সালে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন সর্বা।

ঘোষিত ফল অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।

মেধা কোটায় ৫ হাজার ৭২টি আসনের মধ্যে এবার ছাত্র ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬ শতাংশ) এবং ছাত্রী ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪ শতাংশ)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫ শতাংশ হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম মুনতাকা

প্রকাশের সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন ফল ঘোষণা করেন। তিনি বলেন, শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তানজিম মুনতাকা সর্বা এবার প্রথম ভর্তি পরীক্ষায় অংশ নেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তিনি ২০২১ সালে রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। ২০২৩ সালে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন সর্বা।

ঘোষিত ফল অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।

মেধা কোটায় ৫ হাজার ৭২টি আসনের মধ্যে এবার ছাত্র ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬ শতাংশ) এবং ছাত্রী ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪ শতাংশ)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫ শতাংশ হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।