নিজস্ব প্রতিবেদক :
আগামী ৯ মার্চ শনিবার জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ২ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ (শনিবার) জাতীয় পাটির দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।
রওশন এরশাদ বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লীবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে।
তিনি বলেন, পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদপাগল নেতাকর্মীর দাবির মুখে কী এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি, তা আপনারা জানেন। দায়িত্ব গ্রহণের পর আজ আমি পার্টির শীর্ষ নেতা এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি।
পার্টির সব স্তরের নেতাকর্মীদের জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার আহ্বান জানান রওশন এরশাদ। তিনি বলেন, সম্মেলন প্রসঙ্গে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের মহাসচিব কাজী মামুনূর রশিদ।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন অনুষ্ঠিত করার প্রস্তুতি চলছে। সবার অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউন্সিল সবার জন্য উন্মুক্ত। আমরা সবাইকেই আহ্বান জানাচ্ছি, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। নির্দিষ্ট সময়ে কাউন্সিলে সবাইকে আপনারা দেখতে পাবেন।’
জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন পল্লীবন্ধুপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।