Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে মিঠুন চক্রবর্তী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, সল্টলেকের বাইপাস-সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এদিকে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টিভি নাইন বাংলা, দ্য ওয়াল, কলকাতা টিভিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। ইতিমধ্যে অভিনেতার এমআরআই করা হয়েছে। অভিনেতার চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন মিঠুন। শুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান সোহম।

গত বছর পূজায় ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি মুক্তি পেয়েছে এ অভিনেতার। ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এবার নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন মিঠুন। এর মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থাতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

হাসপাতালে মিঠুন চক্রবর্তী

প্রকাশের সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, সল্টলেকের বাইপাস-সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এদিকে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টিভি নাইন বাংলা, দ্য ওয়াল, কলকাতা টিভিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। ইতিমধ্যে অভিনেতার এমআরআই করা হয়েছে। অভিনেতার চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন মিঠুন। শুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান সোহম।

গত বছর পূজায় ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি মুক্তি পেয়েছে এ অভিনেতার। ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এবার নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন মিঠুন। এর মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থাতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর।