নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ-২ আসনের নির্বাচনে ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারেন সেই পরিবেশ রয়েছে বলে জানিয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘আরবি হরফ আলিফ এর মতো সোজা হয়ে ভোট নিতে হবে। কোনভাবে ডান-বাঁয়ে যাওয়ার সুযোগ নেই। কেউ এ ব্যতয় ঘটালে তার দায় তাকে বহন করতে হবে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা’র সভাপতিত্বে দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি দেশবাসী নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে বাতিল ভোটের ফলাফলের দিকে চেয়ে রয়েছে। গত ৭ জানুয়ারি নির্বাচনের থেকে আরো সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোটের দায়িত্ব প্রাপ্তদের উদ্দেশে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আরবি হরফ আলিফ এর মতো সোজা হয়ে ভোট নিতে হবে।
তিনি বলেন, মনে রাখতে হবে গত ৭ জানুয়ারির নির্বাচন যেমন দেশ ও দেশের বাহিরে প্রশংসা কুড়িয়েছে। তার চেয়ে আরো ভালো নির্বাচন জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার রয়েছে নির্বাচন কমিশনের। কাউকে ছাড় দেওয়া হবে না।
জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৫৩টি ভোট কেন্দ্রের ৫৩ জন প্রিজাইডিং ও ৩০৪ জন সহকারী প্রিজাইডিংদের নিয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আসমা খাতুনে সঞ্চালনায় প্রশিক্ষণ কোর্সে অন্যদের মাঝে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন ও নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন।