বিনোদন ডেস্ক :
সাধারণ পরিবার থেকে উঠে আসা তরুণ-তরুণীরা লাইমলাইটে আসতে শুরু করেন মডেলিং, অভিনয় দিয়ে। অনেকে সফল হন, অনেকে হারিয়ে যান। এমন উদাহরণ বড় কম নেই বলিউডে। তাদের একজন বরখা মদন। বলিউডের এক সময়কার নামকরা মডেল ছিলেন। কিন্তু তার কাল হয় অভিনয়ে এসে। ১৯৯৬ সালে অক্ষয় কুমার, রেখা ও রাবিনা ট্যান্ডনের সঙ্গে ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবির হাত ধরে অভিষেক করেছিলেন তিনি। কিন্তু সমস্ত লাইমলাইট নিয়ে নেন তিন তারকা। ভাবা হত, একসময় বড় তারকা হবেন তিনি। কিন্তু সেই বরখাই এখন অভিনয় ছেড়ে সন্ন্যাসিনী।
সে বছরেই একটি ইন্দো-ডাচ ছবিতেও অভিনয় করেছিলেন বরখা। কিন্তু সাফল্য কিছুতেই পাচ্ছিলেন না। ১৯৯৪ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর মডেলিংয়ে পা রেখেছিলেন তিনি। নামও করেছিলেন বেশ। কিন্তু অভিনয় তাকে শেষ করে দেয়।
রাম গোপাল ভার্মার ‘ভূত’ ছবিতে অভিনয় করে যাও বা জনপ্রিয়তা পেয়েছিলেন, সেটা ছিল ক্ষণিকের। বাধ্য হয়ে ছোটপর্দায় নাম লেখান বরখা। কিন্তু সেখানেও তেমন লাভ হয়নি তার। ধীরে ধীরে মানসিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ নিজের এক প্রযোজনা সংস্থাও খুলেছিলেন তিনি। কিন্তু অভিনয়ের ক্যারিয়ারের মতো এতেও সফল হননি।
তখনই মানসিক শান্তি খুঁজতে বৌদ্ধ মঠগুলোতে ঘুরে বেড়াতে শুরু করেছিলেন বরখা। সেখানকার পরিবেশে শান্তি খুঁজে পেয়েছিলেন তিনি। বৌদ্ধ মঠে বেশি সময় কাটাতে শুরু করেছিলেন। পরে বৌদ্ধ ধর্মও গ্রহণ করেন। নিজের পুরোনো নাম বদলে গ্রহণ করেন নতুন নাম গ্যালটেন সামটেন।
বরখাকে দেখা যায় ভারত-নেদারল্যান্ডসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ড্রাইভিং মিস পালমেন’-এ। ২০০৩ সালে রাম গোপাল ভার্মার ‘ভূত’ দিয়ে তার ক্যারিয়ার নতুন গতি পায়। কারণ, ছবিটি মুক্তির পরই বেশ সাড়া ফেলে। ছবিটিতে ভূতের চরিত্রে দেখা যায় বরখাকে।
পরে বরখা নিজের প্রযোজনা সংস্থা খোলেন। মূলত মূল ধারার বাণিজ্যিক সিনেমার বাইরে স্বাধীন ধারার নির্মাতাদের পাশে থাকতেই নিজে প্রযোজনা শুরু করেন বরখা। তার প্রযোজিত ‘সোচ লো’ ও ‘সারখাব’ প্রশংসিত হয়। সিনেমা ছাড়া টিভি সিরিয়ালেও দেখা গেছে বরখাকে। ক্যারিয়ারে ২০টির মতো টিভি সিরিয়াল করেছেন তিনি।
২০১২ সালে নিজের প্রযোজিত ‘সারখাব’ সিনেমায় সর্বশেষ দেখা যায় বরখাকে। এ সময়েই তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, দালাই লামার একনিষ্ঠ ভক্ত বনে যান। এরপরই অভিনয় ছেড়ে বৌদ্ধ সন্ন্যাসিনীর জীবন যাপন করছেন বরখা মদন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিতই তার ‘নতুন জীবন’-এর ছবি ও ভিডিও পোস্ট করেন।
সম্পূর্ণরূপে বলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে বৌদ্ধ ভিক্ষুর জীবনে অভ্যস্ত হয়ে পড়েন তিনি। এখন তার মাথা মোড়ানো, পরনে বৌদ্ধ ভিক্ষুর পোশাক। নতুন জীবন নিয়ে প্রাক্তন অভিনেত্রী সন্তুষ্ট। অবশেষে কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পেয়েছেন তিনি।
বিনোদন ডেস্ক 
























