Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মারা যাননি পুনম পান্ডে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হয়েছে পুনম পান্ডের শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। ৩২ বছর বয়সী অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। পরে তার ম্যানেজার নিশ্চিত করেন মৃত্যুর তথ্য।

কিন্তু পরদিনই আবার হঠাৎ মৃত্যু নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রীর ১১ বছরের দেহরক্ষী। মৃত্যুর খবর তিনি মানতে পারছিলেন না। অবশেষে তার বিস্ময়ই বাস্তব প্রমাণিত হল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) একটু আগে পুনম পান্ডে নিজেই জানালেন, তিনি মরেননি, বেঁচে আছেন। একটি বিশেষ উদ্দেশ্য থেকে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই। আর এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। সেই সঙ্গে ভালোবাসা প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এক ভিডিও বার্তায় জানিয়েছেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।

শুক্রবার বেলা ১১টায় পুনম পান্ডে মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। ইনস্টাগ্রামে লেখা হয়, আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ু ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাঁকে স্মরণ করতে চাই।

পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ম্যানেজার নিকিতা শর্মাও অফিশিয়াল বিবৃতিতে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।

পুনমের দেহরক্ষী আমিন খান জানান, পুনমের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর তার বোন-সহ পরিবারের কোনও সদস্যের সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। পুনমের পরিবারের কেউ-ই নাকি ফোন ধরছেন না বলে দাবি করেন আমিন। তিনি জানান, পুনমের মৃত্যুর খবর পেয়ে চমকে গিয়েছিলেন। এই খবরের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমিন।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে পুনমের দেহরক্ষী বলেন, রবিবার রাতে আমিও তো পুনমের সঙ্গে ছিলাম। ওকে দেখে তো অসুস্থ মনে হয়নি। পুনমের বোনকে ফোন করলেও, সে ধরছেন না। জানি না ঠিক কী হয়েছে।

এদিকে পুনমের ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার উমের সান্ধু গতকাল তার মৃত্যু সংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছিলেন সোশাল মিডিয়ায়। তবে আজ তার সোশ্যাল হ্যান্ডেল বলছে অন্য কথা। এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি লিখেছেন, ”পুনমের তুতো বোনের সঙ্গে কথা হলো। পুনম বেঁচে আছেন। নিজের মৃত্যু সংবাদ এনজয় করছেন!”

২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। তাঁকে কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো ‘লক আপে’ দেখা গিয়েছিল। এই শোয়ের কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন তিনি।

এ ছাড়া ‘খতরো কা খিলাড়ি’-তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগে মালদ্বীপে এক শুটিং বাতিল করে চর্চায় উঠে এসেছিলেন পুনম। দেশের প্রতি ভালোবাসার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

মারা যাননি পুনম পান্ডে

প্রকাশের সময় : ০৮:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হয়েছে পুনম পান্ডের শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। ৩২ বছর বয়সী অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। পরে তার ম্যানেজার নিশ্চিত করেন মৃত্যুর তথ্য।

কিন্তু পরদিনই আবার হঠাৎ মৃত্যু নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রীর ১১ বছরের দেহরক্ষী। মৃত্যুর খবর তিনি মানতে পারছিলেন না। অবশেষে তার বিস্ময়ই বাস্তব প্রমাণিত হল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) একটু আগে পুনম পান্ডে নিজেই জানালেন, তিনি মরেননি, বেঁচে আছেন। একটি বিশেষ উদ্দেশ্য থেকে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই। আর এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। সেই সঙ্গে ভালোবাসা প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এক ভিডিও বার্তায় জানিয়েছেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।

শুক্রবার বেলা ১১টায় পুনম পান্ডে মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। ইনস্টাগ্রামে লেখা হয়, আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ু ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাঁকে স্মরণ করতে চাই।

পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ম্যানেজার নিকিতা শর্মাও অফিশিয়াল বিবৃতিতে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।

পুনমের দেহরক্ষী আমিন খান জানান, পুনমের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর তার বোন-সহ পরিবারের কোনও সদস্যের সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। পুনমের পরিবারের কেউ-ই নাকি ফোন ধরছেন না বলে দাবি করেন আমিন। তিনি জানান, পুনমের মৃত্যুর খবর পেয়ে চমকে গিয়েছিলেন। এই খবরের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমিন।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে পুনমের দেহরক্ষী বলেন, রবিবার রাতে আমিও তো পুনমের সঙ্গে ছিলাম। ওকে দেখে তো অসুস্থ মনে হয়নি। পুনমের বোনকে ফোন করলেও, সে ধরছেন না। জানি না ঠিক কী হয়েছে।

এদিকে পুনমের ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার উমের সান্ধু গতকাল তার মৃত্যু সংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছিলেন সোশাল মিডিয়ায়। তবে আজ তার সোশ্যাল হ্যান্ডেল বলছে অন্য কথা। এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি লিখেছেন, ”পুনমের তুতো বোনের সঙ্গে কথা হলো। পুনম বেঁচে আছেন। নিজের মৃত্যু সংবাদ এনজয় করছেন!”

২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। তাঁকে কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো ‘লক আপে’ দেখা গিয়েছিল। এই শোয়ের কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন তিনি।

এ ছাড়া ‘খতরো কা খিলাড়ি’-তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগে মালদ্বীপে এক শুটিং বাতিল করে চর্চায় উঠে এসেছিলেন পুনম। দেশের প্রতি ভালোবাসার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।