Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদ্ম পুরস্কার পেলেন যারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শিল্পকলাসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার এবার মোট ১৩২ জনকে পদ্ম পুরস্কার দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তিন ক্যাটাগরিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।

ভারতের রাষ্ট্রীয় সম্মাননার মধ্যে পদ্ম পুরস্কার সবচেয়ে অগ্রগণ্য। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী জনদেরকে এই বেসামরিক পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। মানের দিক থেকে এই পুরস্কারের মধ্যে পদ্মশ্রীর পর পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন। বিনোদন জগতে ভারতরত্ন পেয়েছেন একমাত্র লতা মঙ্গেশকর। পদ্মবিভূষণ পেয়েছেন অমিতাভ বচ্চনসহ অল্প কয়েকজন।

সবচেয়ে বড় দুটি পদক বিনোদন জগতের মানুষরা সচারচর না পেলেও পদ্মশ্রী আর পদ্মভূষণ প্রাপ্তদের তালিকায় প্রতি বছরই বেশ কজন তারকার নাম থাকে সারা ভারতবর্ষ থেকে।

২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)। এ বছর পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। পদ্মভূষণ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন এই কিংবদন্তীতূল্য অভিনেতা। ভারতের প্রখ্যাত গায়িকা উষা উথুপকেও পদ্মভূষণ দেওয়া হচ্ছে এবার। বিনোদন জনতের মধ্যে দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবী এবং বলিউডের ড্যান্সিং ডিভা বৈজয়ন্তীমালাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে এবার।

তেলেগু সুপারস্টার অন্ধ্র প্রদেশের কোনিডেলা চিরঞ্জীবীও এবারের পদ্মবিভূষণ পাচ্ছেন। এই তালিকায় আরও আছেন ভারতীয় শাস্ত্রীয় ভরতনাট্যম নৃত্যশিল্পী পদ্মা সুব্রহ্মণ্যম।

এবারের ‘পদ্মভূষণ’ পদক পাওয়া ১৭ জনের মধ্যে বিনোদন ও শিল্পকলার প্রখ্যাত মানুষজন রয়েছেন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের নাম রয়েছে তালিকায়।

‘পদ্মশ্রী’ পুরস্কার পাচ্ছেন সর্বমোট ১১০ জন। এই তালিকায় আছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে মনোনীত করা হয়। এ ছাড়া লোকসংগীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বেটি লো’ খ্যাত রতন কাহার।

সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। চলুন জেনে নিই কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন

পদ্মবিভূষণ

১. চিরঞ্জীবী (অভিনেতা)

২. পদ্মা সুব্রমণ্যম (নৃত্যশিল্পী, গীতিকার)

পদ্মভূষণ

১. মিঠুন চক্রবর্তী (অভিনেতা)

২. ঊষা উথুপ (সংগীতশিল্পী)

পদ্মশ্রী

১. রেজওয়ানা চৌধুরী বন্যা (সংগীতশিল্পী, বাংলাদেশ)

২. রতন কাহার (সংগীতশিল্পী, গীতিকার)

৩. অশোক কুমার বিশ্বাস (চিত্রশিল্পী)

৪. বালাকৃষ্ণান সদানম পুথিয়া ভেটিল (নৃত্যশিল্পী)

৫. ওমপ্রকাশ শর্মা (সংগীতশিল্পী)

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না : প্রেস সচিব

পদ্ম পুরস্কার পেলেন যারা

প্রকাশের সময় : ০৭:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

শিল্পকলাসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার এবার মোট ১৩২ জনকে পদ্ম পুরস্কার দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তিন ক্যাটাগরিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।

ভারতের রাষ্ট্রীয় সম্মাননার মধ্যে পদ্ম পুরস্কার সবচেয়ে অগ্রগণ্য। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী জনদেরকে এই বেসামরিক পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। মানের দিক থেকে এই পুরস্কারের মধ্যে পদ্মশ্রীর পর পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন। বিনোদন জগতে ভারতরত্ন পেয়েছেন একমাত্র লতা মঙ্গেশকর। পদ্মবিভূষণ পেয়েছেন অমিতাভ বচ্চনসহ অল্প কয়েকজন।

সবচেয়ে বড় দুটি পদক বিনোদন জগতের মানুষরা সচারচর না পেলেও পদ্মশ্রী আর পদ্মভূষণ প্রাপ্তদের তালিকায় প্রতি বছরই বেশ কজন তারকার নাম থাকে সারা ভারতবর্ষ থেকে।

২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)। এ বছর পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। পদ্মভূষণ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন এই কিংবদন্তীতূল্য অভিনেতা। ভারতের প্রখ্যাত গায়িকা উষা উথুপকেও পদ্মভূষণ দেওয়া হচ্ছে এবার। বিনোদন জনতের মধ্যে দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবী এবং বলিউডের ড্যান্সিং ডিভা বৈজয়ন্তীমালাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে এবার।

তেলেগু সুপারস্টার অন্ধ্র প্রদেশের কোনিডেলা চিরঞ্জীবীও এবারের পদ্মবিভূষণ পাচ্ছেন। এই তালিকায় আরও আছেন ভারতীয় শাস্ত্রীয় ভরতনাট্যম নৃত্যশিল্পী পদ্মা সুব্রহ্মণ্যম।

এবারের ‘পদ্মভূষণ’ পদক পাওয়া ১৭ জনের মধ্যে বিনোদন ও শিল্পকলার প্রখ্যাত মানুষজন রয়েছেন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের নাম রয়েছে তালিকায়।

‘পদ্মশ্রী’ পুরস্কার পাচ্ছেন সর্বমোট ১১০ জন। এই তালিকায় আছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে মনোনীত করা হয়। এ ছাড়া লোকসংগীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বেটি লো’ খ্যাত রতন কাহার।

সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। চলুন জেনে নিই কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন

পদ্মবিভূষণ

১. চিরঞ্জীবী (অভিনেতা)

২. পদ্মা সুব্রমণ্যম (নৃত্যশিল্পী, গীতিকার)

পদ্মভূষণ

১. মিঠুন চক্রবর্তী (অভিনেতা)

২. ঊষা উথুপ (সংগীতশিল্পী)

পদ্মশ্রী

১. রেজওয়ানা চৌধুরী বন্যা (সংগীতশিল্পী, বাংলাদেশ)

২. রতন কাহার (সংগীতশিল্পী, গীতিকার)

৩. অশোক কুমার বিশ্বাস (চিত্রশিল্পী)

৪. বালাকৃষ্ণান সদানম পুথিয়া ভেটিল (নৃত্যশিল্পী)

৫. ওমপ্রকাশ শর্মা (সংগীতশিল্পী)