Dhaka শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ২৩১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে ২০২৩ সালের বর্ষসেরা টেস্টে ক্রিকেটার নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল বছর লাল বলের খেলায় দুর্দান্ত পারফর্ম করায় তাকে পুরুষ ক্যাটাগরিতে সেরার পুরস্কার দিয়েছে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির পুরস্কারটি লুপে নিতে খাজাকে কঠোর প্রতিযোগিতা করতে হয়েছে তারই সতীর্থ ট্রাভিস হেডের সঙ্গে। এছাড়া বর্ষসেরার স্বীকৃতি পাওয়ার দৌড়ে ছিলেন ভারতের ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুট। তাদের তিনজনকে হারিয়ে বর্ষসেরার পুরস্কারটি নিজের ঘরে তুলেছেন খাজা।

গেল বছর প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সে আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন খাজা। যে কারণে ডানহাতি এই অসি ওপেনারকেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি।

২০২৩ সালের পুরোটা সময়ই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন খাজা। ২০২২ সালের রানখরা কাটিয়ে পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলেন এই অসি ওপেনার। পুরো বছরে ১৩ ম্যাচ খেলে ৯৩ গড়ে মোট ১ হাজার ২১০ রান করেছেন তিনি।

ওই বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি খাজার ক্যারিয়ারের সেরা সিরিজ। সেই সিরিজে ৪ ম্যাচে ৩৩৩ রান করেছেন তিনি। এক সেঞ্চুরি আর ২ ফিফটিতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন খাজা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা

প্রকাশের সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে ২০২৩ সালের বর্ষসেরা টেস্টে ক্রিকেটার নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল বছর লাল বলের খেলায় দুর্দান্ত পারফর্ম করায় তাকে পুরুষ ক্যাটাগরিতে সেরার পুরস্কার দিয়েছে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির পুরস্কারটি লুপে নিতে খাজাকে কঠোর প্রতিযোগিতা করতে হয়েছে তারই সতীর্থ ট্রাভিস হেডের সঙ্গে। এছাড়া বর্ষসেরার স্বীকৃতি পাওয়ার দৌড়ে ছিলেন ভারতের ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুট। তাদের তিনজনকে হারিয়ে বর্ষসেরার পুরস্কারটি নিজের ঘরে তুলেছেন খাজা।

গেল বছর প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সে আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন খাজা। যে কারণে ডানহাতি এই অসি ওপেনারকেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি।

২০২৩ সালের পুরোটা সময়ই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন খাজা। ২০২২ সালের রানখরা কাটিয়ে পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলেন এই অসি ওপেনার। পুরো বছরে ১৩ ম্যাচ খেলে ৯৩ গড়ে মোট ১ হাজার ২১০ রান করেছেন তিনি।

ওই বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি খাজার ক্যারিয়ারের সেরা সিরিজ। সেই সিরিজে ৪ ম্যাচে ৩৩৩ রান করেছেন তিনি। এক সেঞ্চুরি আর ২ ফিফটিতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন খাজা।