Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৫২। পরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। কাস্টমসে জব্দ হওয়ায় উদ্ধার হওয়া স্বর্ণের মূল্যের পুরোটাই সরকার রাজস্ব হিসেবে পাবে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

চট্টগ্রামে বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি সোনা জব্দ

প্রকাশের সময় : ০১:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৫২। পরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। কাস্টমসে জব্দ হওয়ায় উদ্ধার হওয়া স্বর্ণের মূল্যের পুরোটাই সরকার রাজস্ব হিসেবে পাবে।