নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নারী ও শিশুসহ দুইজন দগ্ধ হয়েছে। এই আগুনে প্রায় ৩০০টির মতো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩ ইউনিটের চেষ্টায় ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
দগ্ধরা হলেন- নাজমা (২৫) ও তার ছেলে শিশু নজরুল ইসলাম (৪)। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
তিনি বলেন, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। বলেন, তেজগাঁও বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাজমা ও শিশু নজরুল ইসলাম নামে দুইজন জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে নাজমার শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে ও তার ছেলে শিশু নজরুল ইসলাম ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
আগুনে ঘর হারানো এক ভুক্তভোগী বলেন, যে যেমনে পারছে বের হইছে। কিছু নিয়ে বের হতে পারেনি কেউ।
আরেকজন ভুক্তভোগী বলেন, আমরা ঘুমে আছিলাম। এই টাইমেও জাগনা হইয়া কাঁচাবাজার যাই আমরা, মাল কিনি তো। হেইসময় উঠছি, কয় আগুন লাগছে, আগুন লাগছে। খালি বাইর হইছি হেইডাই, আর কিচ্ছু করতে হারিনাই।