Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার পর হু হু করে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : 

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বড় সমর্থক ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। বিদেশি জাহাজে হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। তাদের ওই হামলার পর বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান ও নৌ হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশ বেড়েছে।

বর্তমানে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৫২ ডলার হয়েছে। এ ছাড়া ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে।

হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থ ও বাজারবিষয়ক প্রধান সুসানাহ স্ট্রিটার বলেছেন, (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের) হামলার পর তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। গত ডিসেম্বরের তুলনায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ব্রিটিশ সরকার এমন পরিস্থিতির কথা বিবেচনা করছে যেখানে লোহিত সাগরের সংকট অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার এবং গ্যাসের দাম ২৫ শতাংশ বাড়তে পারে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে যাচ্ছে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

এমন পরিস্থিতিতে বিদেশি জাহাজে হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে আজ শুক্রবার ভোরে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে ইতিমধ্যে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলায় এই উত্তেজনা আরও বাড়তে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার পর হু হু করে বাড়ছে তেলের দাম

প্রকাশের সময় : ১০:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বড় সমর্থক ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। বিদেশি জাহাজে হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। তাদের ওই হামলার পর বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান ও নৌ হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশ বেড়েছে।

বর্তমানে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৫২ ডলার হয়েছে। এ ছাড়া ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে।

হারগ্রিভস ল্যান্সডাউনের অর্থ ও বাজারবিষয়ক প্রধান সুসানাহ স্ট্রিটার বলেছেন, (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের) হামলার পর তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে। গত ডিসেম্বরের তুলনায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ব্রিটিশ সরকার এমন পরিস্থিতির কথা বিবেচনা করছে যেখানে লোহিত সাগরের সংকট অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার এবং গ্যাসের দাম ২৫ শতাংশ বাড়তে পারে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে যাচ্ছে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

এমন পরিস্থিতিতে বিদেশি জাহাজে হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে আজ শুক্রবার ভোরে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে ইতিমধ্যে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলায় এই উত্তেজনা আরও বাড়তে পারে।