বিনোদন ডেস্ক :
টালিউড তারকা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি কবে বিয়ে করবেন, এ প্রশ্ন দীর্ঘদিন ধরে শুনে আসছেন তারা। কিন্তু কখনো এই বিয়ের ব্যাপারে স্পষ্ট কিছু বলতে দেখা যায়নি তাদের। বরং নিজেদের মতো করে উপভোগ করে আসছেন জীবন।
এদিকে তাদের মধ্যকার প্রেম নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই তাদের পোস্টের নিচে এ সংক্রান্ত মন্তব্য করে থাকেন নেটিজেনরা। এবার এই বিয়ে নিয়েই ভিন্ন ধরনের একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কৌশানি।
এতে দেখা যাচ্ছে, একটি স্লিপ থেকে গড়িয়ে নামছেন নায়িকা। বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন অভিনেত্রী। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে।
ভিডিওটি পোস্ট করে নায়িকা লেখেন, এ দিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্য দিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি।
অভিনেত্রীর পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে প্রিয় তারকার প্রশংসামূলক মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ তার শিশুসুলভ আচরণের জন্য সরলতার কথাও বলেছেন মন্তব্যের ঘরে।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন নায়িকা। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। শোনা যাচ্ছে, এই সিনেমাতেও দেখা যাবে বনি-কৌশানী জুটিকে।
প্রসঙ্গত, গত বছর প্রথম ওয়েব সিরিজে দেখা গেছে কৌশানিকে। আর সবশেষ ‘ডাল বাটি চুরমা’ সিনেমায় দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে, শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করবেন। এতে নাকি তার সঙ্গে বনি থাকবেন বলেও গুঞ্জন রয়েছে।