Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে বোমা হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক বোমা হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ২৭ জন। পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় তাঁরা নিযুক্ত ছিলেন।

সোমবার (৮ জানুয়ারি) একটি পুলিশ ভ্যানের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) কাশিফ জুলফিকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বোমা হামলার ঘটনাটি ঘটে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলার মামুন্দ এলাকায়। এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত।

বাজাউর জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার-উল-হক বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুলিশের একটি ট্রাককে নিশানা করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এই হামলা চালানো হয়। ট্রাকটিতে পুলিশের প্রায় ২৫ জন সদস্য ছিলেন। তাঁরা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তাসহ এ-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

আনোয়ার-উল-হক বলেন, এই হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

প্রাণহানির এই সংখ্যার সত্যতা জেলাটির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকারও নিশ্চিত করেছেন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবানসহ ইসলামপন্থী জঙ্গিরা অতীতে অনেক পোলিও টিকাদান কর্মীসহ তাঁদের নিরাপত্তাকাজে নিযুক্ত ব্যক্তিদের হত্যা করেছে।

পাকিস্তান ও আফগানিস্তানে এখনো স্থানীয় রোগ হিসেবে পোলিওর উপস্থিতি রয়েছে। ভাইরাসজনিত এই রোগে স্থায়ী পক্ষাঘাত হতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

পাকিস্তানে বোমা হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

প্রকাশের সময় : ০৪:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক বোমা হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ২৭ জন। পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় তাঁরা নিযুক্ত ছিলেন।

সোমবার (৮ জানুয়ারি) একটি পুলিশ ভ্যানের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) কাশিফ জুলফিকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বোমা হামলার ঘটনাটি ঘটে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলার মামুন্দ এলাকায়। এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত।

বাজাউর জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার-উল-হক বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুলিশের একটি ট্রাককে নিশানা করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এই হামলা চালানো হয়। ট্রাকটিতে পুলিশের প্রায় ২৫ জন সদস্য ছিলেন। তাঁরা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তাসহ এ-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

আনোয়ার-উল-হক বলেন, এই হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

প্রাণহানির এই সংখ্যার সত্যতা জেলাটির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকারও নিশ্চিত করেছেন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবানসহ ইসলামপন্থী জঙ্গিরা অতীতে অনেক পোলিও টিকাদান কর্মীসহ তাঁদের নিরাপত্তাকাজে নিযুক্ত ব্যক্তিদের হত্যা করেছে।

পাকিস্তান ও আফগানিস্তানে এখনো স্থানীয় রোগ হিসেবে পোলিওর উপস্থিতি রয়েছে। ভাইরাসজনিত এই রোগে স্থায়ী পক্ষাঘাত হতে পারে।