Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির-জামায়াত ভোট বর্জনের নামে নাশকতা চালাচ্ছে : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির-জামায়াত ভোট বর্জনের নামে নাশকতা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাস বা আন্দোলনের নামে অরাজকতাকে বিশ্বাস করে না। মানুষ শান্তি চায়। এজন্যই বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আজকের ভোটের ফলের মাধ্যমে আপনারা সেই প্রতিফলনই দেখতে পাবেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজে কেন্দ্র ঘুরে দেখার পর এ কথা বলেন তিনি। এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বুথকেন্দ্রগুলো পরিদর্শন করেন। সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমি জীবনে বহু নির্বাচন দেখেছি এবং অংশগ্রহণ করেছি। কিন্তু এই নির্বাচনে মানুষের আগ্রহ অনেক বেশি। এটি হলো নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার বিপক্ষে মানুষের আগ্রহ। আমরা সকলকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মধ্য দিয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিকে না বলি।

তিনি বলেন, সব জায়গায় নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে। বয়স্ক মানুষরাও ভোট দিতে চলে এসেছে। এ শীতের সকাল তাদের আটকাতে পারেনি। ভোটারদের উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছি। বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে খুবই আগ্রহী। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা ভোট দিতে পেরে খুবই খুশি। তরুণদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা এটি চমৎকার।

তিনি আরো বলেন, একটি পক্ষ ভোটকেন্দ্রে আসতে মানুষদের নিষেধ করেছিল। কিন্তু মানুষ তাদের কথা উপেক্ষা করে সাহস করে ভোট দিতে আসছেন। এতে বোঝা যায় মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন হয়েছে এবং হবে।

জয়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গঠিত সংগঠন। মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। বিশেষ করে গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের উন্নয়নের কাজ করেছে। সুতরাং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

আবহাওয়া

২৪ ঘণ্টায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

বিএনপির-জামায়াত ভোট বর্জনের নামে নাশকতা চালাচ্ছে : বাহাউদ্দিন নাছিম

প্রকাশের সময় : ১২:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির-জামায়াত ভোট বর্জনের নামে নাশকতা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাস বা আন্দোলনের নামে অরাজকতাকে বিশ্বাস করে না। মানুষ শান্তি চায়। এজন্যই বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আজকের ভোটের ফলের মাধ্যমে আপনারা সেই প্রতিফলনই দেখতে পাবেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজে কেন্দ্র ঘুরে দেখার পর এ কথা বলেন তিনি। এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বুথকেন্দ্রগুলো পরিদর্শন করেন। সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমি জীবনে বহু নির্বাচন দেখেছি এবং অংশগ্রহণ করেছি। কিন্তু এই নির্বাচনে মানুষের আগ্রহ অনেক বেশি। এটি হলো নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার বিপক্ষে মানুষের আগ্রহ। আমরা সকলকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মধ্য দিয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিকে না বলি।

তিনি বলেন, সব জায়গায় নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে। বয়স্ক মানুষরাও ভোট দিতে চলে এসেছে। এ শীতের সকাল তাদের আটকাতে পারেনি। ভোটারদের উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছি। বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে খুবই আগ্রহী। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা ভোট দিতে পেরে খুবই খুশি। তরুণদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা এটি চমৎকার।

তিনি আরো বলেন, একটি পক্ষ ভোটকেন্দ্রে আসতে মানুষদের নিষেধ করেছিল। কিন্তু মানুষ তাদের কথা উপেক্ষা করে সাহস করে ভোট দিতে আসছেন। এতে বোঝা যায় মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন হয়েছে এবং হবে।

জয়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গঠিত সংগঠন। মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। বিশেষ করে গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের উন্নয়নের কাজ করেছে। সুতরাং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।